কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এবার দাপট দেখাবে ভারত! তৈরি হল AI ল্যাব

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI। প্রতিনিয়তই এক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন ঘটছে। পাশাপাশি, ভারতেও (India) AI-এর ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটছে। এই আবহে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Ola-র প্রতিষ্ঠাতা ভবিশ আগরওয়াল এবার AI-এর জগতে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন।

AI-এর দুনিয়ায় দাপট দেখাবে ভারত (India):

গত ৪ ফেব্রুয়ারি, তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভেঞ্চার “Krutrim”-এ ২,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন। এর পাশাপাশি, তিনি জানান যে, আগামী বছরের মধ্যে আরও ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

India will show power in the world of artificial intelligence.

চালু হয়েছে AI ল্যাব: জানিয়ে রাখি যে, ভবিশ একটি AI ল্যাবও চালু করেছেন। এটি একটি বিশেষ AI রিসার্চ ল্যাব হিসেবে বিবেচিত হবে। এর সাথে, তিনি একটি নতুন AI মডেল “Krutrim-2″-ও সামনে এনেছেন। এছাড়াও, আরও অনেক AI মডেল লঞ্চ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল, স্পিচ ল্যাঙ্গুয়েজ মডেল এবং টেক্সট-টু-টেক্সট ট্রান্সলেশন মডেল।

আরও পড়ুন: মিস করেছেন প্রথম ম্যাচ! দ্বিতীয় ODI-তে আদৌ খেলবেন কোহলি? সামনে এল বড় আপডেট

কি জানিয়েছেন ভবিশ: এই প্রসঙ্গে, ভবিশ জানিয়েছেন যে তিনি ১ বছর ধরে AI নিয়ে কাজ করছেন। এখন তিনি ওপেন সোর্স কমিউনিটির জন্য তাঁর কাজ ভাগ করেছেন। এর মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁর লক্ষ্য হল ভারতের (India) জন্য AI-কে আরও উন্নত করা। তাঁরা AI-কে সমস্ত ভারতীয় ভাষায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। তিনি আরও জানান যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এনভিডিয়া যৌথভাবে ভারতের প্রথম সুপার কম্পিউটার “GB 200” তৈরি করছে। যেটি মার্চের মধ্যে শুরু হবে। ভবিশ জানান, এই বছরের শেষ নাগাদ এটি ভারতের (India) সবচেয়ে বড় সুপার কম্পিউটারে পরিণত হবে।

আরও পড়ুন: মলদ্বীপের উদ্দেশ্যে ভারতের মাস্টারস্ট্রোক! একটা চালেই বড়সড় ঝটকার সম্মুখীন চিন

চালু করা হবে ক্লাউড পরিষেবাও: এদিকে, Krutrim ইতিমধ্যেই AI ক্লাউড পরিষেবাও শুরু করেছে। এটি ডেভেলপার এবং সংস্থাগুলিকে সহজেই হাই-পারফরম্যান্স কম্পিউটিং সংস্থানগুলি ব্যবহার করার অনুমতি দেবে। এতে তাদের কাজ দ্রুত ও সহজ হবে। জানিয়ে রাখি যে, ২০২৩ সালে Krutrim শুরু হয়। ২০২৪ সালে, এটি ১ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের পরিপ্রেক্ষিতে ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর