“আমি থামব না”, রোহিত শর্মার অধিনায়কত্বেই ফের ICC ট্রফি জিতবে ভারত, চরম আত্মবিশ্বাসী হিটম্যান

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আগামী দিনে টিম ইন্ডিয়াকে আরও সফলতা এনে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল সম্প্রতি T20 বিশ্বকাপের শিরোপা জিতেছে। এদিকে ভারতীয় দলের খেলোয়াড়রা এখন বিশ্রামে রয়েছেন। গত ২১ অগাস্ট মুম্বাইতে CEAT ক্রিকেট অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়।

রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বেই ফের ICC ট্রফি জিতবে ভারত:

সেখানেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) বড় প্রতিক্রিয়া দিয়েছেন। রোহিত শর্মা বিশ্বাস করেন যে, T20 বিশ্বকাপের শিরোপা জেতার পরেও তিনি থামবেন না। ওই শো চলাকালীন তাঁকে তাঁর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে খোলামেলা কথা বলেন।

India will win the ICC trophy again under the captaincy of Rohit Sharma.

কি বললেন অধিনায়ক রোহিত শর্মা: মূলত, ভারতীয় অধিনায়ক হিসেবে তাঁর লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রোহিত (Rohit Sharma) জানান যে, “আমি পাঁচটি IPL ট্রফি জিতেছি। তার একটি অন্যতম কারণ এটি। আমি থামবো না। আপনি একবার ম্যাচ জেতা এবং কাপ জেতার স্বাদ পেয়ে গেলে, আপনি থামতে চাইবেন না। আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভবিষ্যতে আরও বড় জিনিসের জন্য চেষ্টা করব।”

আরও পড়ুন: ভেতরে ভেতরে চলছে পরিকল্পনা! টাটাকে টক্কর দিতে বড় পদক্ষেপ ইশার, সবাইকে চমকে দেবেন মুকেশ কন্যা

রোহিত শর্মা (Rohit Sharma) আরও বলেছেন যে, “আমাদের কিছু কঠিন সফর আসছে এবং খুব চ্যালেঞ্জিংও। আমাদের জন্য, জয় বজায় রাখার এই আকাঙ্ক্ষা কখনোই থামবে না। একবার আপনি কিছু অর্জন করলে, আপনি সর্বদা আরও অর্জনের জন্য উন্মুখ হবেন এবং আমিও এটাই করব। আমি নিশ্চিত যে, আমার সহকর্মীরাও একইভাবে চিন্তা করছেন। ভারতীয় ক্রিকেটের জন্য এটি একটি রোমাঞ্চকর সময়। সত্যি কথা বলতে, গত ২ বছরে ভারতীয় ক্রিকেটে যা দেখেছি, তাতে সত্যিই অনেক উৎসাহ চোখে পড়েছে। পরের কয়েক বছরও রোমাঞ্চকর হয়ে উঠবে। তাই আশা করি আমরা খেলা উপভোগ করতে পারব এবং আমাদের পথে আসা সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারব।”

আরও পড়ুন: “তোমার নিজের ওপর লজ্জা লাগবে”, কোহলিকে “ধমক” দিয়েছিলেন তাঁরই সতীর্থ! কারণ জানলে অবাক হবেন

বিশ্বকাপ ট্রফি রোহিতকে অনুপ্রাণিত করবে: জানিয়ে রাখি যে, ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। যদিও, ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্বপ্ন ভেঙে গিয়েছিল ODI বিশ্বকাপের ফাইনালে। সমগ্র টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য থেকে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয় ভারতকে। আর এগুলিই ছিল রোহিত শর্মার (Rohit Sharma) কেরিয়ারে দু’টি সবচেয়ে বড় ধাক্কা। কেরিয়ারে এই দু’টি পরাজয়ের কথা তিনি সবসময় মনে রাখবেন। তবে এখন তাঁর কাছে ICC ট্রফি রয়েছে। যা তাঁকে নতুন সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর