যেকোনও পরিস্থিতিতে ভারতই জিতবে ট-২০ বিশ্বকাপ, হুঙ্কার হিটম্যান রোহিত শর্মার

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল শেষ হলেই শুরু হতে চলেছে ভারতের বিশ্বকাপ সফর। প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে বিরাট বাহিনী। ২০০৭ সালের পর থেকে ১৪ বছর কেটে গিয়েছে কিন্তু আর ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হয়নি ভারতের। এবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বড় হুংকার দিলেন রোহিত শর্মা।

ইনস্টাগ্রামে ২০০৭ সালের বিশ্ব জয়ের ফের একবার তাজা করে নিলেন তিনি। আর সাথে সাথেই লিখলেন, “আমরা প্রত্যেকে এই আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসের পুনরাবৃত্তি করার জন্য যা যা করতে পারি তা করব। আমরা এর জন্য আসছি। আমরা জিততে আসছি।” উল্লেখ্য, ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্ব বিজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তরুণ রোহিত শর্মা। সেবার ধোনির নেতৃত্বে ভারত ট্রফি জয় করেছিল ঠিকই কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিতের সেই যোগদান কেউ-ই ভুলতে পারবে না।

এদিন সেই স্মৃতির কথা ফের একবার টেনে আনেন তিনি। তিনি বলেন ,”২৪ সেপ্টেম্বর ২০০৭, জোহানেসবার্গ। যেদিন কোটি কোটি মানুষের স্বপ্ন সত্যি হয়েছিল। সেই সময় কে ভেবেছিল যে আমাদের মত তুলনামূলকভাবে কম অভিজ্ঞ দল ইতিহাস সৃষ্টি করবে।” তার দাবি ভারত সেই স্পিরিট এখনও হারায়নি। তাই এবারের টুর্ণামেন্টে নিজেদের সমস্ত কিছু উজার করে দেবে তারা।

https://www.instagram.com/p/CUZgsRPvRqk/?utm_medium=share_sheet

প্রসঙ্গত উল্লেখ্য, ১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ১৯ সালের বিশ্বকাপে কাছাকাছি এসব স্বপ্ন পূরণ হয়নি ভারতের। এবার তাই সেই স্বপ্ন পূরণ করতে মরিয়া রোহিত বিরাটরা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছেন রোহিত এবং বিরাট এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই বিশ্বকাপের ঠিক আগে রোহিতের এই সংকল্প বিষয় উল্লেখ যোগ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

Abhirup Das

সম্পর্কিত খবর