বাংলা হান্ট ডেস্কঃ চার ম্যাচের টেস্ট সিরিজে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (India vs australia test series)। যেহেতু প্রথম টেস্ট ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই কারণে এই ম্যাচে ভারতের অধিনায়ক এর ভূমিকা পালন করেছিলেন আজিঙ্কা রাহানে। রাহানের অধিনায়কত্বে দুর্দান্ত পারফরম্যান্স করে 8 উইকেটে বক্সিং ডে টেস্ট ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।
দলের প্রধান খেলোয়াড়দের অনুপস্থিতিতেও আজিঙ্কা রাহানে যেভাবে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্ট ম্যাচে হারাল তার প্রশংসা করেছেন অনেকেই।
To win a Test match without Virat, Rohit, Ishant & Shami is a terrific achievement.
Loved the resilience and character shown by the team to put behind the loss in the 1st Test and level the series.
Brilliant win.
Well done TEAM INDIA! 👏🏻 #AUSvIND pic.twitter.com/64A8Xes8NF— Sachin Tendulkar (@sachin_rt) December 29, 2020
টিম ইন্ডিয়া প্রশংসা করে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ” দলের প্রধান খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মা, ইশান্ত শর্মা এবং মহম্মদ সামিকে ছাড়া এইভাবে টেস্ট ম্যাচ জেতা সত্যি অসাধারণ।”
Well done team India @BCCI. Never underestimate a wounded tiger 😉#AUSvIND pic.twitter.com/4kCHgRyW4i
— DK (@DineshKarthik) December 29, 2020
টিম ইন্ডিয়া প্রশংসা করে দীনেশ কার্তিক লিখেছেন, “ভারতীয় দলের দারুন খেলা, একজন আঘাত প্রাপ্ত বাঘকে কখনোই অবজ্ঞা করতে নেই।”
Lot of positives from this win. Rahane led the side brilliantly, bowlers were relentless but the biggest positive is the performance of two debutants. Both of them were confident and not overawed by the big occasion. Strength of Indian cricket is their strong bench strength.
— VVS Laxman (@VVSLaxman281) December 29, 2020
টিম ইন্ডিয়া প্রশংসা করে ভিভিএক্স লক্ষ্মণ লিখেছেন, “অসাধারণ খেলা ভারতের। রাহানে দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক ভাবে করতে পেরেছে। সব থেকে বড় ব্যাপার এই ম্যাচে অভিষেক হওয়া দু’জন ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছে।”
What a win this is, absolutely amazing effort by the whole team. Couldn't be happier for the boys and specially Jinks who led the team to victory amazingly. Onwards and upwards from here 💪🇮🇳
— Virat Kohli (@imVkohli) December 29, 2020
টিম ইন্ডিয়া প্রশংসা করে বিরাট কোহলি লিখেছেন, “অসাধারণ জয়! দলের প্রত্যেক ক্রিকেটার দারুণ পারফরম্যান্স করেছেন। বিশেষ করে আজিঙ্কা রাহানে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তা এককথায় অনবদ্য।”
এছাড়াও বোর্ড সচিব জয় শাহ, রোহিত শর্মা সকলেই এই জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
Fantastic win for the Team India at the MCG. Character and composure shown throughout the game was excellent to watch @bcci
— Rohit Sharma (@ImRo45) December 29, 2020
Congratulations #TeamIndia! What a victory at Melbourne to level the series. Historic in every sense. Well played @ajinkyarahane88 @imjadeja @ashwinravi99 @RealShubmanGill @Jaspritbumrah93 Siraj and everyone in that dressing room for showing such resilience #AUSvIND 🇮🇳
— Jay Shah (@JayShah) December 29, 2020