রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয় দেখে উচ্ছ্বসিত বিরাট, টুইটারে দিলেন বিশেষ বার্তা

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন বিরাট, রোহিতরা ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত তখনই শ্রীলংকার রাজধানী কলম্বোয় শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় তরুণ ব্রিগেড।

সারা দেশের পাশাপাশি এই ম্যাচের দিকে নজর রেখেছিলেন বিরাট কোহলিও। সাড়ে 5 হাজার মাইল দূরে বসে তিনি ভারত-শ্রীলংকার এই ম্যাচে দেখছিলেন। পিঠে চোটের কারণে ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে খেলতে নামেননি কোহলি। সেই কারণে তিনি পুরো ম্যাচ উপভোগ করেছেন।

https://twitter.com/imVkohli/status/1417546186555224064?s=19

শ্রীলঙ্কার দেওয়া 276 রানের টার্গেট চেজ করতে নেমে পরপর 5 উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় ভারত। বোলার হয়েও ব্যাট হাতে 69 রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক দীপক চাহার। ভারতের রুদ্ধশ্বাস জয় দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন বিরাট কোহলিও। টুইটারে তিনি লিখেছিলে, ‘ ছেলেদের দারুণ জয়। চাপের মুখে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে ভারত। দীপক ও সূর্য চাপের মুখে দারুন খেলেছো। দেখে অসাধারণ লাগলো।”

Udayan Biswas

সম্পর্কিত খবর