বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার পর বুধবার ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে সুযোগ ছিল নিউজিল্যান্ডকে হারিয়ে সেই হারের বদলা নেওয়ার। টসে জিতে বুধবার বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য প্রথম উইকেট হারিয়ে ছিল নিউজিল্যান্ড। কিন্তু এরপর মার্ক চ্যাপম্যান এবং মার্টিন গাপটিলের 109 রানের পার্টনারশিপে ফের একবার ঘুরে দাঁড়ায় কিউই শিবির।
একদিকে যেমন মাত্র 50 বলে 63 রানের ইনিংস উপহার দেন চ্যাপম্যান, যেমনি অন্যদিকে বিশ্বকাপের সুন্দর ফর্ম বজায় রেখে 42 বলে তিনটি চার এবং চারটি ছয় দিয়ে সাজানো 70 রানের ইনিংস উপহার দেন গাপটিল। এরপর অবশ্য আর তেমন বড় যোগদান রাখতে পারেননি কেউই। সিরাজ, ভুবনেশ্বর, রবীচন্দ্রন অশ্বিনের হাত ধরে ভারত কিছুটা ম্যাচে ফিরলেও 6 উইকেট হারিয়ে 164 রানের লড়াকু স্কোর খাড়া করতে কোন অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের।
ভারতের হয়ে এদিন দুটি করে উইকেট তুলে নেন অশ্বিন এবং ভুবনেশ্বর। একটি করে উইকেট পান সিরাজ এবং দীপক। যদিও দুজনেই যথেষ্ট রান খরচ করেছিলেন আজ। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই 50 রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন রাহুল এবং রোহিত। কিন্তু ইনিংস বেশি বড় করার আগেই 15 রানের মাথায় স্যান্টানারের শিকার হন রাহুল। বিশ্বকাপে সেভাবে কিছু করতে না পারলেও আজ ফর্মে ছিলেন সূর্য কুমার যাদব। 48 রানের মাথায় অধিনায়ক রোহিতকে হারানো সত্ত্বেও বুধবার যথেষ্ট মারমুখী মেজাজেই ব্যাট করতে দেখা যায় তাকে।
https://twitter.com/BCCI/status/1461012831470383113?t=RnZg1YyXWYBCep6zSwqdcA&s=19
কিন্তু শেষ পর্যন্ত 40 বলে ছটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো 62 রানের ইনিংস খেলে বোল্টের শিকার হন তিনি। আর সূর্য আউট হতেই এই প্রথম বেশ কিছুটা চাপের মুখে পড়ে যায় ভারতীয় দল। কারণ সৌদি এবং মিচেল মিলে বুধবার দ্রুতই সাজঘরে ফিরিয়ে দেন শ্রেয়াস এবং ভেঙ্কটেশকে। তবে নিজের ফিনিশিংয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে কোন ভুল করেননি পান্থ। 17 বলে 17 রান করে ২ বল বাকি থাকতেই 5 উইকেটে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন তিনি। এই ম্যাচে জেতার ফলে আপাতত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রইল রোহিত বাহিনী।