ব্যাট হাতে রাহুল ব্যর্থ হলেও দ্বিতীয় ODI-তেও অতি সহজে জিম্বাবোয়েকে উড়িয়ে দিল ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দলের সামনে কোনওরকম চ্যালেঞ্জ পেশ করতে পারলো না জিম্বাবোয়ে। ২৫ ওভার বাকি থাকতেই দুর্দান্ত ভঙ্গিতে ৫ উইকেটে জিতে নিল ভারতীয় দল। আরো একবার বোলারদের দুর্দান্ত বোলিং এর দৌলতে জিম্বাবোয়েকে অল্প রানের মধ্যেই আটকে দিয়েছিল ভারত। তবে রান তাড়া করতে নেমে আজ ১৫ ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলতে হয়েছিল তাদের। কিন্তু সঞ্জু স্যামসন এবং দীপক হুডা কোনও অঘটন ঘটতে দেননি।

প্রথম ম্যাচের থেকে আজকের ম্যাচে দলে একটিই পরিবর্তন করেছিলেন লোকেশ রাহুল। গত ম্যাচে তিন উইকেট নেওয়া দীপক চাহারের বদলে এই ম্যাচে ফেরানো হয়েছিল শার্দুল ঠাকুরকে। ফের একবার ভারতীয় বোলিংয়ের সামনে রান তুলতে গিয়ে প্রবল সমস্যায় পড়ে জিম্বাবোয়ের ব্যাটাররা। নবম ওভারে প্রথম উইকেট পড়ার পর থেকে আসা যাওয়া শুরু হয় এবং মাত্র ৩৯ ওভারের মধ্যে ১৬১ রানে অলআউট হয়ে যায় তারা। প্রত্যেক ভারতীয় বোলার অন্তত একটি করে উইকেট পেয়েছেন। দলে ফিরে ৭ ওভারে ৩৮ রান দিয়ে ৩ টি উইকেট নিলেন শার্দূল।

sanju samson

এরপর ব্যাট করতে নেমে দ্রুতগতিতে রান তুলতে শুরু করলেও উল্টো দিক দিয়ে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। ১০০ রানে পৌঁছানোর আগেই ৪ উইকেট হারানোয় একটি সামান্য আশঙ্কা তৈরি হয়েছিল ভক্তদের মনে। কিন্তু তারপর দীপক হুডা এবং সঞ্জু স্যামসন মিলে কোন অঘটন ঘটতে দেননি। দীপক ৩৬ বলে ২৫ রান করে আউট হয়ে ফিরলেও শেষ অবধি ক্রিজে থেকে ৩৯ বলে ৪৩ রান করে ভারতকে জয়ের লক্ষ্য অবধি পৌঁছে দেন সঞ্জু স্যামসন।

তবে চোট সারিয়ে ফেরার পর আজ প্রথমবার ব্যাট করতে নেমে ছিলেন লোকেশ রাহুল। নিয়মিত জুটি শিখর ধাওয়ান এবং শুভমান গিল এর বদলে আজকে ধাওয়ান রাহুল জুটি ভারতের হয়ে ওপেন করে। যদিও রাহুল আজকে সফল হননি এবং মাত্র এক রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২১ বলে ৩৩ রান করেন ধাওয়ান এবং ৩৪ বলে ৩৩ রান করেন গিল। ব্যর্থ ঈশান কিষানও, তিনি ফেরেন মাত্র ৬ রান করে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর