বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রতীক্ষার অবসান। এশিয়ান গেমস থেকে মেডেল আনা শুরু করে দিয়েছেন ভারতের ক্রীড়াবিদরা। আর শুরুটা হল এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মহিলা দলের হাত ধরে। রৌপ্য পদক জিতে তারা ভারতের পদকের খাতা খুলতে সাহায্য করেছে। আর তাতে অবদান রয়েছে এক বঙ্গ কন্যার।
মেহুলি ঘোষ, রমিতা জিন্দাল এবং আশি চৌকসে এই মহিলা দলের হয়ে রৌপ্য পদক জিতেছেন। এদের মধ্যে রমিতা ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে আলাদা করে ব্রোঞ্জ পদক জিতেছেন। ইতিমধ্যে, ভারতীয় রোযার বা নৌকাচালনা প্রতিযোগিতার ক্রীড়াবিদরা দু’টি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছেন। এর জন্য কৃতিত্ব প্রাপ্য অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং-এর।
এশিয়ান গেমসে জলে ভারতের যাত্রাটা ভালো ভাবেই শুরু হয়েছে। নীরজ, নরেশ কালভানিয়া, নীতীশ কুমার, চরণজিৎ সিং, জাসবিন্দর সিং, ভীম সিং, পুনীত কুমার এবং আশিসকে নিয়ে গঠিত ভারতীয় পুরুষদের দল ‘কক্সড এইট’ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে।
এর মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে ভারতীয় হকি দল এবং মহিলা ক্রিকেট দলের। ভারতীয় হকি দল গ্রুপ পর্বের খেলায় উজবেকিস্তানকে প্রথমার্ধেই ৭-০ ফলে উড়িয়ে দেয়। দুটি করে গোল করেছেন ললিত কুমার এবং মন্দীপ সিং। ১টি করে গোল করেছেন বরুণ কুমার, সুখজিৎ সিং এবং অভিষেক।পরে খেলা শেষ হওয়ার আগে তারা আরও ৮ টি গোল দিয়ে ১৬ – ০ ফলে হারায়।
অপরদিকে মহিলাদের ক্রিকেটে প্রথম সেমিতে পুজা ভাস্ত্রকারের ৪ উইকেট নেওয়া স্পেলের দাপটে নির্ধারিত ২০ ওভারও ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ১২ রান করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শেফালি ভার্মার ১৭ ও অভিজ্ঞ জেমিমাহ রদ্রিগেসের অপরাজিত ২০ রানে ভর করে ফাইনাল নিশ্চিত ভারতের। অর্থাৎ পদক যে আসছে সেটা একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছে।