বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনার দাপট বেড়েই চলেছে। দেশের প্রতিটি রাজ্যই করোনার এই দ্বিতীয় ঢেউয়ে বেসামাল। আর এই দ্বিতীয় ঢেউয়ে সবথেকে প্রভাবিত মহারাষ্ট্র। উদ্ধ্ববের রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৬০ জন। রাজ্যে মোট আক্রান্তদের সংখ্যা ৪২ লক্ষ ছাড়িয়েছে। এছাড়াও মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৭৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৮১৮ জন করোনা রোগী এই মারক ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৬৭ জন। দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৯২ হাজার ৩১১ হয়েছে। এছাড়াও গোটা দেশে ১ কোটি ৪০ লক্ষ ৮৫ হাজার ১১০ জন করোনা রোগী করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ১৭ হাজার ১১৩ জন করোনা রোগী এই মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
India reports 3,49,691 new #COVID19 cases, 2,767 deaths and 2,17,113 discharges in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,69,60,172
Total recoveries: 1,40,85,110
Death toll: 1,92,311
Active cases: 26,82,751Total vaccination: 14,09,16,417 pic.twitter.com/HuTqfJSx2b
— ANI (@ANI) April 25, 2021
আরেকদিকে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫৮৪ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসে।