ভারতে ফের হুহু করে বাড়ছে করোনা! একদিনে সামনে এলো রেকর্ড নতুন মামলা

বাংলা হান্ট ডেস্কঃ দেশে ফের দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। করোনার গ্রাফ প্রতিদিনই নতুন রেকর্ড বানাচ্ছে। আর এই মহামারীতে সবথেকে বেশি প্রভাবিত হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে শুক্রবার কোভিড-১৯ এর ২৫ হাজার ৬৮১ টি নতুন মামলা দায়ের হয়েছে। স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী, করোনার নতুন মামলা সামনে আসার পর দেশে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লক্ষ ৫৫ হাজার ২৮৮ হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার ৪০ হাজার ৯৫৩ টি মামলা সামনে এসেছে আর ১৮৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রালয় অনুযায়ী, দেশে এখন ১ কোটি ১১ লক্ষ ৭ হাজার ৩৩২ জন মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে, আর ২ লক্ষ ৮৮ হাজার ৩৯৪ টি সক্রিয় মামলা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতদের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৫৯ হাজার ৫৫৮ হয়ে গিয়েছে। ICMR অনুযায়ী, দেশে বিগত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৬০ হাজার ৯৭১ জনের করোনা রিপোর্ট করানো হয়েছে।

মহারাষ্ট্রেই শুক্রবার করোনার ২৫ হাজার ৬৮১ টি মামলা দায়ের হয়েছে। এই মহামারী শুরু হওয়ার পর একদিনে আসা এটাই সবথেকে দ্বিতীয় সর্বাধিক মামলা। স্বাস্থ্য বিভাগ অনুযায়ী, মহারাষ্ট্রে মোট সক্রিয় মামলা বেড়ে ২৪ লক্ষ ২২ হাজার ২১ হয়ে গিয়েছে। আর গোটা রাজ্যে ৫৩ হাজার ২০৮ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র মুম্বাইয়ে শুক্রবার করোনার ৩ হাজার ৬২ টি নতুন মামলা সামনে এসেছে। মুম্বাইয়ে করোনার মামলা বেড়ে ৩ লক্ষ ৫৫ হাজার ৮৯৭ হয়ে গিয়েছে।

গুজরাটে বিগত ২৪ ঘণ্টায় করোনার ১ হাজার ৪১৫টি মামলা সামনে এসেছে। গুজরাটে মোট আক্রান্তদের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৮৩ হাজার ৮৬৪ হয়েছে। স্বাস্থ্য বিভাগ অনুযায়ী, গুজরাটে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৩৭ হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় ৯৪৮ জন সুস্থ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গুজরাটে সুস্থ হওয়ার হার ৯৬.২৭ শতাংশ।

আরেকদিকে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩৪৭টি নতুন সংক্রমণের পর মোট মামলা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৯ হাজার ৮২৬। রাজ্যে মোট ৫ লক্ষ ৬৬ হাজার ২২৮ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। বাংলায় এখনও পর্যন্ত ১০ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে। বাংলায় সুস্থতার হার ৯৭.৭ শতাংশ।


Koushik Dutta

সম্পর্কিত খবর