হকিতে ইতিহাস গড়লো ভারতীয় মেয়েরা, দীর্ঘ অপেক্ষা শেষে প্রথমবার টোকিওতে পদকের স্বপ্নে বিভোর রানীরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ৪৯ বছর পর ইতিহাস করেছিল ভারতীয় পুরুষ হকি দল। ৪১ বছর পর তাদের সামনে এখন ফের একবার পদক জয়ের হাতছানি। আর আজ কামাল করল ভারতীয় মেয়েরা। এ যেন ঠিক চক দে ইন্ডিয়ার স্ক্রিপ্ট, সিনেমার গল্পের মতোই শুরুটা ভালো হয়নি ভারতীয় মহিলা হকি দলের জন্য। প্রথমে নেদারল্যান্ডস, পরে জার্মানি এবং গ্রেট ব্রিটেনের কাছেও পর্যুদস্ত হয় তারা। যার জেরে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার জন্য তাদের তাকিয়ে থাকতে হয়েছিল আয়ারল্যান্ডের দিকে।

কিন্তু আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর কারোর দিকে তাকিয়ে থাকতে হল না ভারতীয় দলকে। তিনবার সোনা জেতা অস্ট্রেলিয়াকে আজ রীতিমতো পর্যুদস্ত করে সূর্যোদয়ের দেশে প্রথম সেমিফাইনালে নাম তুলে নিল তারা। ইতিহাসেও এই প্রথমবার, ১৯৮০ সালে প্রথম অলিম্পিকের আসরে পা রেখেছিল ভারতীয় মহিলা হকি দল। তারপর ৪১ বছর কার্যত শুধু অপেক্ষা। অবশেষে নতুন প্রভাত এলো সূর্যোদয়ের দেশে।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন গুরজিৎ কৌর। হকিতে মহিলা অস্ট্রেলিয়া দল মারাত্মক প্রতিপক্ষ, তবে তার বিরুদ্ধে আজ একটুও শ্লথ হতে দেখা যায়নি ভারতকে। কার্যত চতুর্থ কোয়ার্টার অবধি দৃঢ় প্রতিজ্ঞভাবে নিজেদের জমি সামলে রেখেছিলেন রানী রামপালরা। আর তার জেরেই এখন মহিলা হকিতে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। ইতিমধ্যেই দলকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী কিরন রিজ্জু।

এবার সেমিফাইনাল, আর একধাপ পের হতে পারলেই পদক নিশ্চিত করবেন রানীরা। এখন সেই সূর্যোদয়ের অপেক্ষাতেই দিন গুনছে গোটা ভারত। তবে সেমিফাইনাল পর্যন্ত তাদের যাত্রাও কিছু কম রোমাঞ্চকর নয়। এখন তাদের নিয়ে স্বাভাবিকভাবেই বইছে শুভেচ্ছা বন্যা।

 

সম্পর্কিত খবর

X