২য় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো রাহানের টিম ইন্ডিয়া

বাংলা হান্ট ডেস্কঃ ভারত- অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া (India vs australia test series)। অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে এই ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্বে ছিলেন অজিঙ্কা রাহানে। অধিনায়কের দায়িত্ব পেয়েই ফুল ফোটালেন রাহানে। দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিল ভারত।

https://twitter.com/BCCI/status/1343783789655310336?s=20

https://twitter.com/BCCI/status/1343769236913545218?s=20

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অসি অধিনায়ক টিম পেইন। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র 195 রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে করে 326 রান। অর্থাৎ প্রথম ইনিংসেই 131 রানের লিড নিয়ে নেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জাসপ্রিত বুমরাহ এবং রবীচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে অধিনায়ক এর মত ইনিংস খেলেন আজিঙ্কা রাহানে। 112 রান করেন তিনি।

https://twitter.com/BCCI/status/1343777619443994624?s=20

https://twitter.com/sachin_rt/status/1343767392980230145?s=20

https://twitter.com/RealShubmanGill/status/1343795071221547012?s=20

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় ঘটে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় 200 রানে। অর্থাৎ চতুর্থ ইনিংসে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 69 রানের। মাত্র 2 উইকেট হারিয়েই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় টিম ইন্ডিয়া। সিডনিতে প্রথম টেস্টে হারের পর মেলবোর্নে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো আজিঙ্কা রাহানের টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হয়েছেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে।

Udayan Biswas

সম্পর্কিত খবর