ওয়েলসকে হারিয়েও স্বস্তি নেই ভারতীয় হকি দলের! গ্রূপে দ্বিতীয় হওয়ায় রবিবার খেলতে হবে ক্রসওভার টাই

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসকে হারিয়েও হকি বিশ্বকাপের (Hockey World Cup 2022) নকআউট পর্বে নিজেদের টিকিট নিশ্চিত করতে পারল না ভারতীয় দল (Indian Hockey Team)। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে হারালেও ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়েছিল। আজ স্পেনের বিরুদ্ধেও ৪-০ ফলে জয় পেল তারা। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে ভারতের থেকে এগিয়ে থাকায় তারা নকআউটে নিজেদের অবস্থান নিশ্চিত করে ফেলেছে।

ভারতীয় দলকে আজ সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করার জন্য জিততে হতো ৮-০ ব্যবধানে। কিন্তু তেমনটা হয়নি। অসংখ্য সুযোগ নষ্ট করার পরে ভারত ওয়েলসকে হারিয়েছে ৪-২ ফলে। কিন্তু এবার তাদের অপেক্ষা করতে হবে আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার ম্যাচের। সেই ম্যাচে জয় পেলে তবেই নকআউট পর্ব নিশ্চিত করবে ভারত।

আজ গোড়া থেকেই ডিফেন্স জমাট রেখে ভারতকে হতাশ করার ফন্দি কষেছিল ওয়েলস। প্রবেশ কয়েকটি বিপদজনক আক্রমণ তৈরি করেছিল ভারত কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি? প্রথম কোয়ার্টারে কোনও পেনাল্টি পায়নি ভারতীয় দল। এর থেকে কি বোঝা যায় যে ওয়েলস ডিফেন্স কতটা জমাট ছিল।

এরপর দ্বিতীয় কোয়ার্টারে প্রথম পেনাল্টি তে নষ্ট করার পরে দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করেন সমশের সিং। এরপর তৃতীয় কোয়ার্টার ডিফেন্সের খোলস ছেড়ে বেরোতেই ভারতের সামনে সুযোগ আসে এবং ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আকাশদীপ। সকলেই এখান থেকে ভাবছিলেন যে ভারত ম্যাচ অতি সহজেই বার করে নেবে।

কিন্তু এরপর ওই কোয়ার্টারেই খেলা ফের বদলে যায়। দুটি পেনাল্টি পেয়ে সেগুলি থেকে গোল করে গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দেন ওয়েলসের ফুরলং। কিন্তু ম্যাচের শেষ ১৫ মিনিটে। অত্যন্ত বেশি আগ্রাসী খেলতে শুরু করে ভারত এবং সেই আগ্রাসনের কোনও জবাব ওয়েলসের কাছে ছিল না। নিজের দ্বিতীয় গোল করে ভারতকে লিড এনে দেন সেই আকাশদীপ। এরপর ম্যাচের শেষ মুহূর্তে হরমনপ্রিত গোল করে ভারতের জয় সুনিশ্চিত করেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর