বক্সিং বিশ্বকাপে সাড়া জাগানো পারফরম্যান্স ভারতের, ন’টি পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ শেষ হয়ে গেল কলোনি বক্সিং বিশ্বকাপ। আর এই বক্সিং বিশ্বকাপে সাড়া জাগানো পারফরমেন্স করলো ভারত। ভারতের বক্সাররা কার্যত সাড়া ফেলে দিয়েছে এই বিশ্বকাপে। ন’টি পদক জিতে বিশ্বকাপে দ্বিতীয় স্থানে শেষ করলো ভারত। ন’টি পদকের মধ্যে রয়েছে তিনটি সোনা, দুটি রুপা এবং চারটি ব্রোঞ্জ।

এই বিশ্বকাপে ভারতের হয়ে সোনা জিতেছেন মনীষা মাউন এবং সিমরনজিৎ কউর। জার্মানির মায়া ক্লেইনহানসকে হারিয়ে মহিলাদের 60 কেজি বিভাগে সোনা জিতেছেন সিমরনজিৎ কউর, খেলার ফলাফল 4-1। মনীষাকে অবশ্য 57 কেজি বিভাগে বেশ কঠিন লড়াই করে জিততে হয়। এই বিভাগে ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ভারতেরই সাক্ষী চৌধুরী।

ভারতের হয়ে পুরুষদের ক্ষেত্রে একমাত্র সোনাটি জিতেছেন অমিত ফাঙ্গাল। শনিবার 52 কেজি বিভাগে ফাইনালে তিনি ওয়াকওভার পান। 91 কেজি বিভাগে ভারতের সতীশ কুমার চোটের কারণে ফাইনালে খেলতে পারেননি। তিনি ফাইনাল থেকে নাম তুলে নেন এবং রূপো জিতেই তাকে সন্তুষ্ট থাকতে হয়।
এছাড়া ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন গৌরব সোলাঙ্কি, সোনিয়া লাথার, মহম্মদ হুসামুদিন এবং পূজা রানী।


Udayan Biswas

সম্পর্কিত খবর