বিরাট-পান্ডিয়ার ব্যাটে ভর করে টি-২০ সিরিজ জিতে নিল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ আজ সিডনি ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে 1-0 তে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। আর তাই আজকের ম্যাচ জিতে সিরিজ জয়ই লক্ষ্য ছিল বিরাট কোহলিদের। অপরদিকে আজকের ম্যাচ জিতে সিরিজ বাঁচাতে মরিয়া ছিল টিম অস্ট্রেলিয়া।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে অস্ট্রেলিয়া। ব্যাটিং করতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। নির্ধারিত কুড়ি ওভার শেষে 5 উইকেটে 195 রান তোলে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ভারতের সামনে 196 রানের লক্ষ্যমাত্রা সেট করে অজিরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দে ব্যাটিং করেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে মাঝে কিছুটা স্লো হয়ে যায় ভারতীয় ব্যাটিং। তবে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের দুর্দান্ত পার্টনারশিপ ভারতকে জয়ের দিকে নিয়ে যায়। শেষের দিকে নেমে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত 22 বলে 42 রানের ইনিংসের সুবিদে 2 বল বাকি রেখে 6 উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। আর এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজও পকেটে পুরে নিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা হার্দিক পান্ডিয়া।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর