ফাইনালে পাত্তা পেলনা চিন! এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতে বাজিমাত ভারতের

বাংলা হান্ট ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি ভারতীয় (India) মহিলা হকি দল এবং চিনের মহিলা হকি দলের মধ্যে খেলা হয়। বিহারের রাজগীর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতীয় দল জিতেছে এবং তৃতীয়বারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে যায়। সালিমা টেটের নেতৃত্বে ভারতীয় দল এই ম্যাচে চিনকে ১-০ গোলে হারিয়েছে। এই ম্যাচে ভারতীয় দলের জয়ের নায়ক ছিলেন দীপিকা। তিনিই ওই গোলটি করেছিলেন।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ভারতের (India):

ভারত (India) ও চিনের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথম দুই কোয়ার্টার গোলশূন্য থাকে। অর্থাৎ হাফ টাইম পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। প্রথমার্ধে ভারত পেয়েছে চারটি পেনাল্টি কর্নার, আর চিন পেয়েছে দু’টি পেনাল্টি কর্নার। তবে সেটাকে পুঁজি করতে পারেনি দুই দলই। এরপর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করতে সক্ষম হন দীপিকা।

India won the Asian Champions Trophy title.

তবে, এই ম্যাচের আগে পরিসংখ্যানের দিক থেকে ভারতীয় (India) দলের চেয়ে অনেক এগিয়ে ছিল চিনা দল। কিন্তু ফাইনাল ম্যাচে আধিপত্য বিস্তার করে ভারতীয় দল। জানিয়ে রাখি যে, এই টুর্নামেন্টে ভারতীয়রা তাদের সব ম্যাচ জিতে শিরোপা দখল করে। সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল ভারতীয় দল। এছাড়া লিগ পর্বে চিনকেও ৩-০ গোলে হারিয়েছিল।

আরও পড়ুন: বর্ডার-গাভাস্কার ট্রফিতেই ইতিহাস গড়বেন অশ্বিন! জানলে হয়ে যাবেন “থ”

এই নিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারতীয় (India) মহিলা হকি দল। এর আগে ২০১৬ ও ২০২৩ সালেও ভারত জিতেছিল। ২০১৬ সালে, ভারত ফাইনালে চিনকে হারিয়েছিল এবং ২০২৩ সালে ভারত জাপানকে হারিয়েছিল।

আরও পড়ুন: ফের ভয়াবহ আত্মঘাতী হামলা পাকিস্তানে! প্রাণ হারালেন ১৭ জন সেনা, নিকেশ ৬ জঙ্গি

জানিয়ে রাখি, এই টুর্নামেন্টের আগেই ভারতীয় (India) দলের অধিনায়ক করা হয়েছিল সালিমা টেটেকে। অধিনায়ক হিসেবে প্রথম টুর্নামেন্টটি সালিমার জন্য খুবই সফল হিসেবে বিবেচিত হয়েছে। এই ম্যাচে চিন গোল দেওয়ার ক্ষেত্রে একাধিকবার চেষ্টা করলেও তাতে সফল হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর