শেষ ম্যাচে জয় তুলে নিয়ে প্রথমবারের জন্য নিউজিল্যান্ডকে ওয়াইটওয়াশ করল ভারত।

ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজের প্রথম চারটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। আর আজ ছিল সিরিজের পঞ্চম ম্যাচ। এই ম্যাচ জিতে নিতে পারলেই নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে ওয়াইটওয়াশ করে দিত ভারতীয় দল। আর সেটাই করে দেখালো ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচ জিতে নিয়ে নিউজিল্যান্ডকে ওয়াইটওয়াশ করে দিল ভারত।

সিরিজের প্রথম ম্যাচটি ছয় উইকেট এবং দ্বিতীয় ম্যাচটি সাত উইকেটে জিতে নেয় ভারত। তৃতীয় এবং চতুর্থ দুটি ম্যাচই সুপার ওভারে জিতে নেয় ভারত। আর আজ সিরিজের চতুর্থ ম্যাচ ছিল।

virat kohli 801aac3c 4505 11ea bfa0 35d85fc987f6

এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় ভারত অধিনায়ক বিরাট কোহলি কে। এর ফলে এই ম্যাচে অধিনায়কত্ব করেন রোহিত শর্মা। টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে 163 রান তোলে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক রোহিত শর্মা করেন 42 বলে 60 রান এবং কে এল রাহুল করেন 33 বলে 55 রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র সাত রানে বুমরাহের বলে আউট হয়ে ফিরে যান নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান মার্টিন গুপ্তিল। তারপর একের পর এক উইকেট পড়তে শুরু করে নিউজিল্যান্ডের। সেইফট এবং রস টেলর কিছুটা লড়াই করলেও সেটা জয়ের জন্য উপযুক্ত ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে 156 রান তোলে নিউজিল্যান্ড। এরফলে সাত রান ম্যাচে হেরে প্রথমবারের জন্য ভারতের কাছে ওয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ মাত্র 12 রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয়, এছাড়াও নবদীপ সাইনি এবং শার্দুল ঠাকুর দুটি করে উইকেট পেয়েছেন। ম্যাচের সেরা হয়েছেন জাসস্প্রীত বুমরাহ, সিরিজ সেরা হয়েছেন কে এল রাহুল।


Udayan Biswas

সম্পর্কিত খবর