দীপক চাহারের ব্যাটে ভর করে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত, সিরিজও ভারতের দখলে

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 275 রান করে শ্রীলঙ্কা। ভারতের কাছে 276 রানেই বিশাল টার্গেট ছুঁড়ে দেয় লঙ্কাবাহিনী।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার পৃথ্বী শ-কে হারায় ভারত, তারপর ব্যাটিং করতে নেমে মাত্র 1 রান করেই প্যাভিলিয়নে ফিরে যায় ঈশান কিষান। কয়েক ওভার পর 29 রান করে আউট হয়ে যান ধাওয়ান। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

https://twitter.com/BCCI/status/1417573454535176199?s=19

সূর্য কুমার যাদব এবং মনিশ পান্ডে একটা ছোট্ট পার্টনারশিপ করার চেষ্টা করলেও মনিশ পান্ডে রান আউট হয়ে ফিরে যেতেই ভারতীয় ব্যাটিংয়ে ধ্বস নামে। সেই সময় দলের হাল ধরেন দীপক চাহার এবং ভুবনেশ্বর কুমার। আর এই দুজনের ব্যাটে ভর করে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নেয় ভারত।

https://twitter.com/BCCI/status/1417547244031537152?s=19

বল হাতে দুটি উইকেট নেয়ার পর ব্যাট হাতে 82 বলে 69 রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে সিরিজ জয় এনে দেন দীপক চাহার। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এছাড়াও 19 রান করে দীপক চাহারকে যোগ্য সঙ্গ দেন ভুবনেশ্বর কুমার।

Udayan Biswas

সম্পর্কিত খবর