বিরাট-রোহিতের দাপটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও সিরিজ জিতে নিল ভারত। ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুম্বাইয়ে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল অজিরা, তারপর নাগপুরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল এবং ব্যাঙ্গালুরুতে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ফিঞ্চ, ব্যাটিং করতে নেমেই একের পর এক ধাক্কা খায় অজিরা। শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নার কে ফিরিয়ে দেয় সামি, তারপর রান আউট হয়ে ফিরে যান অধিনায়ক ফিঞ্চ। সেই সময় স্মিথ এবং লাবুশানে জুটি কিছুটা হাল ধরে। স্মিথের 131 রানের দৌলতে নির্ধারিত 50 ওভার শেষে 287 রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

IMG 20200120 073253

তারপর ব্যাটিং করতে নেমে ভারতের জন্য খারাপ খবর আসে ওপেনার শিখর ধাওয়ানের চোট, চোটের জন্য ব্যাটিং করতে নামে নি ধাওয়ান। কিন্তু ধাওয়ান না থাকলেও রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাট ভারত কে জয়ের দৌড় গোড়ায় পৌঁছে দেন। এইদিন রোহিত শর্মা করেন 119 এবং বিরাট কোহলি করেন 89 রান। এই জয়ের ফলে সিরিজ জিতে নেয় ভারত। সিরিজ সেরা হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।


Udayan Biswas

সম্পর্কিত খবর