বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্যত নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের কারণে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। ঘরোয়া সিরিজে তার উপযুক্ত জবাব দিল রোহিত বাহিনী। সিরিজ আগেই পকেটস্থ করেছিল ভারত, এবার ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে থামল রোহিত শর্মার দল। কলকাতায় এদিনও টসে জিতে টস জয়ের হ্যাটট্রিক করেন রোহিত শর্মা। তবে স্বাদ বদল করে রবিবার অবশ্য ব্যাটিং নিয়েছিল ভারতীয় দল। কিন্তু তাতে ফলাফল কিছুই বদলায়নি।
রাহুলকে বিশ্রাম দিয়ে এই ম্যাচে সুযোগ দেওয়া হয় তরুণ ঈশান কিশানকে। শুরুটা ভালোই করেছিলেন ঈশান এবং রোহিত। পাওয়ার প্লে শেষ হতে না হতেই 69 রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন তারা। কিন্তু ঠিক এই সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সেন্টেন্যার। 29 রানে ঈশানকে ফেরানোর পর সূর্যকুমার এবং পান্থকেও সোমবার সাজঘরের পথ দেখান তিনি। পরপরই উইকেট পতন অবশ্য কোনো প্রভাব ফেলতে পারেনি রোহিত শর্মার ব্যাটিংয়ে।
গত দুই ম্যাচের দুরন্ত ফর্ম বজায় রেখে এদিনও মাত্র 31 বলে 5 টি বাউন্ডারি এবং 3 টি ওভার বাউন্ডারি সাহায্যে 56 রানের সুন্দর ইনিংস খেলেন তিনি। ভালো সঙ্গ দেন শ্রেয়াস(25) এবং ভেঙ্কটেশও(20)। তবে একেবারে শেষ পর্যায়ে কার্যত ভারতের হয়ে মোড় ঘুরিয়ে দেয় দীপকের 8 বলে 25 রানের ক্যামিও। তার এই ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতেই নির্ধারিত কুড়ি ওভার শেষে 7 উইকেট হারিয়ে 184 রানের বিশাল স্কোর খাড়া করে ভারত।
That's that from the Eden Gardens as #TeamIndia win by 73 runs and clinch the series 3-0.
Scorecard – https://t.co/MTGHRx2llF #INDvNZ @Paytm pic.twitter.com/TwN622SPAz
— BCCI (@BCCI) November 21, 2021
জবাবে ব্যাট করতে নেমে আজ শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে নিউজিল্যান্ড। অক্ষর, ভেঙ্কটেশ, হর্ষল এবং চাহালের আগুনে বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করতে হয় কিউয়ি শিবিরকে। একমাত্র ব্যতিক্রম ছিলেন মার্টিন গাপটিল, এদিনও 36 বলে 51 রানের লড়াকু ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, কারণ সেভাবে আজ কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। ফলত শেষমেষ 111 রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের লড়াই। ভারতের হয়ে মাত্র 9 রান দিয়ে তিন উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। দুটি উইকেট পান চাহার। একইসঙ্গে একটি করে উইকেট পান ভেঙ্কটেশ, হর্ষল এবং চাহাল।