ভারতের মেয়েরাই গড়লেন ইতিহাস! পরপর দু’বার বিশ্বকাপ জিতে নয়া নজির টিম ইন্ডিয়ার

বাংলা হান্ট ডেস্ক: এবার ইতিহাস তৈরি করল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৯ মহিলা T20 বিশ্বকাপের (U19 Women’s T20 World Cup) ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এমতাবস্থায়, এই জয় ভারতীয় ক্রিকেটকে আরও গর্বিত করেছে। পাশাপাশি এটাও প্রমাণ করেছে যে, ভারত মহিলাদের ক্রিকেটের ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে চলেছে। এদিকে, ফাইনাল ম্যাচে একতরফা ভাবে জিতেছে টিম ইন্ডিয়া। গতবার ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

বিশ্বকাপে (U19 Women’s T20 World Cup) ইতিহাস তৈরি করল ভারত:

কেমন ছিল ফাইনাল ম্যাচ: জানিয়ে রাখি যে, রবিবারের এই ফাইনাল ম্যাচে (U19 Women’s T20 World Cup) যেখানে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে এবং দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাজিত করে ফের চ্যাম্পিয়ন হয়। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৮৩ রানের টার্গেট খুব সহজেই হাসিল করে ফেলে ভারতীয় দল।

ভারতীয় বোলাররা প্রথমে বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮২ রানের মধ্যে সীমাবদ্ধ করে। তারপর ভারতীয় ব্যাটাররা সহজেই মাত্র ১১.২ ওভারে ১ টি উইকেট হারিয়ে এই লক্ষ্যটি অর্জন করে এবং ফাইনাল জিতে যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই টুর্নামেন্টে (U19 Women’s T20 World Cup) সবকটি ম্যাচই জিতেছে ভারতের মহিলা দল।

আরও পড়ুন: হয়ে যান প্রস্তুত! IPL-এ ফের হবে রিঙ্কুর ধামাকা, গড়তে চলেছেন ৩ টি দুর্ধর্ষ রেকর্ড

দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন বোলাররা: এই ম্যাচে ভারতীয় বোলারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। গোঙ্গাদি ত্রিশা থেকে শুরু করে বৈষ্ণবী শর্মা, আয়ুষি শুক্লা, পারুণিকা সিসোদিয়া এবং শবনম শাকিল দুর্দান্ত বোলিং করেন। এই পাঁচজনের বোলিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনও দুর্দান্ত অধিনায়কত্ব প্রদর্শন করেছেন।

আরও পড়ুন: নিজেই নিজের বিপদ ডেকে আনছে মলদ্বীপ? এবার মুইজ্জুকে সতর্ক করল ভারত

খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা: এই টুর্নামেন্টে (U19 Women’s T20 World Cup) ভারতীয় দল প্রথম থেকেই শক্তিশালী ভাবে শুরু করে। যারে রেশ বজায় থাকে ফাইনাল ম্যাচেও। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের এই সফর ভারতীয় ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই জয় শুধুমাত্র দলের কঠোর পরিশ্রমের ফল নয়, ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দিকও। ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলের এই সাফল্য নিঃসন্দেহে ক্রিকেটারদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর