চুনোপুঁটি আফগানিস্তাকে বেদম পেটালেন রোহিত-রাহুল, বড় রানে জিতেও সমস্যা মিটলো না ভারতের

বাংলা হান্ট ডেস্কঃ হিন্দিতে খুব প্রচলিত একটি লাইন হল “বড়া দের কর দি সাজনা আতে আতে”। আফগানিস্তানের বিরুদ্ধে বুধবার রাহুল রোহিতদের খেলা দেখে হয়তো এমনটাই মনে পড়ল ভারতীয় সমর্থকদের। নিজেদের প্রথম দুটি ম্যাচে লাগাতার হারের জেরে এই মুহূর্তে প্রায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। এমতাবস্থায় একমাত্র আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলেই শেষ চারে যাবার কিছুটা
ক্ষীণ আশা থাকবে বিরাট বাহিনীর। তবে তার আগে আজ প্রয়োজন ছিল আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়।

বুধবার আবুধাবিতেও টসে হারেন ভারত অধিনায়ক। তবে গত দুই ম্যাচের ভুল আজ আর রিপিট হতে দেননি রাহুল-রোহিত। কর্যত আজ শুরু থেকেই দুজনে ছিলেন মারমুখী মেজাজে। রশিদ খান থেকে শুরু করে আফগানিস্তানের কোন বোলারই আজ ভারতের সামনে দাঁড়াতে পারেনি। ওপেনিং জুটিতেই বুধবার রাহুল রোহিত গড়ে তোলেন ১৪০ রানের বিধ্বংসী পার্টনারশিপ। মাত্র ৪৭ বলে আটটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা দিয়ে সাজানো ৭৪ রানের ইনিংস খেলে রোহিত আউট হতে মনে হয়েছিল হয়ত কিছুটা সমস্যার মুখে পড়তে পারে ভারতীয় দল। কারন ১৭ তম ওভারে ৪৮ বলে ৬৯ রানের ইনিংস খেলে গুলবাদিনের শিকার হয়েছিলেন রাহুলও। কিন্তু এদিন সুন্দর ফিনিশিং করতে কোন ভুল করেননি পান্থ এবং হার্দিক।

একদিকে যেমন ২৬৯.২৩ স্ট্রাইক রেটে ১৩ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হার্দিক তেমনি অন্যদিকে ১৩ বলে একটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ২৭ রানের ইনিংস খেলেন পান্থও। যার জেরে মাত্র ২ উইকেট হারিয়েই নির্ধারিত ২০ ওভারে ২১০ রানের বিশালাকার স্কোর খাড়া করে মেন ইন ব্লু। অনুমান মতই জবাবে ব্যাট করতে নেমে দিন প্রথম থেকেই সমস্যার মুখে পড়ে আফগানিস্তান। খাতা খোলার আগেই মহম্মদ শাহজাদকে ফিরিয়ে দেন শামি, ১৩ রানের মাথায় বুমরাহর শিকার হন জাজাইও। একটু বিধ্বংসী হয়ে ওঠার চেষ্টা করতে না করতেই গুরবাজকেও(১৯) প্যাভিলিয়নের পথ দেখান জাদেজা।

IMG 20211103 215113

প্রথম থেকেই পরপর উইকেট হারানোয় রানরেটের গুরুভার রীতিমতো চেপে বসেছিল আফগানিস্তানের উপর। বুধবার ভারতের এই সাঁড়াশি চাপ থেকে কোনমতেই বেরিয়ে আসতে পারেননি তারা। বরং গুলবাদিন, নাজিবুল্লাহ প্রত্যেকেই একে একে আত্মসমর্পণ করতে বাধ্য হন। যদিও এত করেও কাঙ্খিত ৯৯ রানের মধ্যে আফগানিস্তানকে আটকাতে পারেনি ভারত। আফগানদের ৯৯ রানে ভিতরে আটকে দিলে সেমিতে পৌঁছানোর সম্ভাবনা আরও উজ্জ্বল হত বিরাট বাহিনীর। যদিও তারপরও আফগানিস্তানকে হারাতে হতো নিউজিল্যান্ডকে। কিন্তু বুধবার সেই টার্গেট পূরণ করতে পারেনি ভারত। বরং শেষ অবধি লড়াই চালিয়ে যান অধিনায়ক নাবি(৩৫) এবং করিম(৪২)। ভারতের হয়ে একদিকে যেমন তিনটি উইকেট শিকার করেন মহম্মদ শামি, তেমনি অন্যদিকে নিজের প্রথম ম্যাচেই দুটি উইকেট তুলে নেন অশ্বিনও। জাদেজা এবং বুমরাহ নেন একটি করে উইকেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানে ইনিংস শেষ করে আফগানিস্তান। ৬৬ রানের এই জয়ের ফলে নেট রানরেটে কিছুটা লাভ হলো ঠিকই তবে তাতে সমস্যা খুব বেশি মিটলোনা ভারতের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর