বিনা যুদ্ধেই বাজিমাত ভারতের! পাকিস্তান-বাংলাদেশের উড়িয়ে দিল ঘুম

বাংলা হান্ট ডেস্ক: গত ৪৮ ঘণ্টায় রীতিমতো ঝড় বয়ে গিয়েছে পাকিস্তান ও বাংলাদেশের ওপর। প্রথমে ঝটকা পায় বাংলাদেশ। তারপরে ঠিক একইরকম ঝটকা পায় পাকিস্তানও। আর এই “আঘাত” ভারত (India) ছাড়া আর কেউই দেয়নি। অর্থাৎ, যুদ্ধ না করেও এই দুই পড়শি দেশের ঘুম উড়িয়ে দিয়েছে ভারত। আসলে, ভারত (India) প্রথমে আমেরিকার মাধ্যমে বাংলাদেশকে এবং পরে নেদারল্যান্ডের মাধ্যমে পাকিস্তানকে কড়া বার্তা দেয়। আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি গাবার্ভা ভারতের মাটি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের জন্য বাংলাদেশকে অভিযুক্ত করেছেন। এমতাবস্থায়, গাবার্ডের এই বক্তব্যে হতবাক বাংলাদেশ। এদিকে, রাজনাথ সিং নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী রুবেন বার্কেলম্যানসকে জানান যে, তাঁদের (নেদারল্যান্ডস) পাকিস্তানে অস্ত্র দেওয়া বন্ধ করা উচিত। রাজনাথের আবেদন নেদারল্যান্ড মেনে নিলে পাকিস্তানের ক্ষতি নিশ্চিত।

বাজিমাত ভারতের (India):

কি জানিয়েছেন তুলসি গাবার্ড: সম্প্রতি ভারত (India) সফরে এসেছিলেন তুলসি গাবার্ড। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, হত্যা এবং দুর্ব্যবহার মার্কিন সরকার এবং রাষ্ট্রপতি ট্রাম্প ও তাঁর প্রশাসনের জন্য দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয়। গাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ করেন এবং জানান যে, ইসলামিক সন্ত্রাসবাদীদের হুমকি একটি ইসলামিক খিলাফত দিয়ে দেশ শাসন করার আদর্শ ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে। তাঁর এই মন্তব্যকে “ভিত্তিহীন” বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ।

India won without a war.

এমতাবস্থায় বাংলাদেশের মুখ্য পরামর্শদাতার কার্যালয় জানিয়েছে, এটি (গাবার্ডের মন্তব্য) পুরো দেশকে খারাপ আলোতে চিত্রিত করেছে। ভারতীয় টিভি চ্যানেলে গাবার্ডের এই বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: “পাকিস্তানে দেবেন না অস্ত্র”, এবার এই দেশকে সতর্ক করল ভারত, ঘুম উড়ল শরীফের

রাজনাথ ও নেদারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেন: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার নেদারল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী রুবেন বার্কেলম্যানের সাথে দেখা করেন। সেই সময় রাজনাথ আবেদন করেছিলেন, নেদারল্যান্ডসের কোম্পানিগুলি যেন পাকিস্তানকে অস্ত্র, প্ল্যাটফর্ম বা প্রযুক্তি না দেয়।

আরও পড়ুন: তৈরি হল আয়ের নয়া পথ! মাত্র কয়েকটি পদ্ধতির দ্বারা বিরাট অঙ্কের ইনকাম দেবে TreasureNFT Fund

ওই বৈঠকে রাজনাথ গত কয়েক দশক ধরে পাকিস্তান থেকে উদ্ভূত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যার কারণে ভারতের ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে, নেদারল্যান্ডের কোম্পানিগুলি যাতে পাকিস্তানকে অস্ত্র, প্ল্যাটফর্ম বা প্রযুক্তি না দেয় তা নিশ্চিত করার জন্য তিনি বার্কেলম্যানে কাছে আহ্বান জানান। রাজনাথ সিং আরও বলেছেন যে, পাকিস্তানকে প্ল্যাটফর্ম বা প্রযুক্তি সরবরাহ করা ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর