গৌরনাথ চক্রবর্ত্তী,
২০১৯ এর বিশ্বকাপের ২২ তম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৮৯ রানের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত।ভারতীয় দলের লাগাতার তৃতীয় জয় এটা।ভারত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান করে।পাকিস্তান ৪০ ওভারে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৬ উইকেটে ২১২ রান করে।
ভারত ও পাকিস্তান বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল।এর আগে বিশ্বকাপে ৬ বার দুই দল মুখোমুখি হয়েছে।৬ বারই ভারত জয়লাভ করেছে।
এদিন ম্যাঞ্চেস্টারে টসে জিতে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ফ্লিডিং করার সিদ্ধান্ত নেয়।ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল দুর্দান্ত শুরু করে।রাহুল ৭৮ বলে ৫৭ রান করে আউট হন।রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি করেন।রোহিত ১১৩ বলে ১৪০ রান করে আউট জন।হার্দিক পাণ্ডিয়া ১৯ বলে ২৬ রান করেন।মহেন্দ্র সিং ধোনী ১ রানে আউট হন।বিরাট কোহলী ৬৫ বলে ৭৭ রান করেন।
বিজয় শংকর১৫ রানে অপরাজিত থাকেন।কেদার যাদব ৯ রানে অপরাজিত থাকেন।পাকিস্তানের আমির ৩ টি উইকেট নেন।
৩৩৭ রানের বিশাল টার্গেট নিয়ে খেলতে নামে পাকিস্তান। ইমাম উল হক ৭ রান করে আউট হন।ফকর জামান ৬২ রান করেন।বাবর আজম ৪৮ রানে আউট জন।হাফিজ ৯ রান করেন।শোয়েব মালিক শূন্য রানে আউট হন।সরফরাজ আহমেদ ১২ রান করেন।
পাকিস্তানের স্কোর যখন ৩৫ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান ছিল তখন বৃষ্টির কারণে ম্যাচ থামাতে হয়।প্রায় আধঘণ্টা পর খেলা শুরু হয়। ৪০ ওভারে ম্যাচ নামিয়ে আনা হয়।৪০ ওভারে ৩০২ রানের লক্ষ্য দেওয়া হয়।ভারতীয় দল ৮৯ রানে জেতে নেয় ম্যাচ।ওয়াসিম ৪৬ রানে অপরাজিত থাকেন।এস খান ২০ রানে অপরাজিত থাকেন।ভারতের পক্ষে হার্দিক পাণ্ডিয়া ২ টি, কুলদীপ যাদব ২ টি ও বিজয় শঙ্কর ২ টি করে উইকেট নেন।ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় রোহিত শর্মা।
একদিনের বিশ্বকাপে টিম ইণ্ডিয়ার এটি পাকিস্তানের বিরুদ্ধে সপ্তম জয়।