বাংলা hunt ডেস্ক : আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে বসতে চলেছে বিশ্বকাপ ক্রিকেটের আসর।ইতিমধ্যে বিরাটদের নিয়ে আশায় বুক -বাঁধা শুরু করেছে গোটা দেশ।অনেকেই মনে করছেন ২০১১ এর স্মৃতি এবার লন্ডনে ফেরাবে ভারত।ঠিক এমন একটি সময় সম্পূর্ণ অন্য এক কথা শোনা গেল বিখ্যাত জ্যোতাষী গ্রীনস্টোন লোবার কাছ থেকে।
যা শোনার পর স্বভাবতই মন খারাপ দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের।ভারতের পক্ষে এবারে বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুবই কম।এক্ষেতে তিনি দায়ী করেছেন দলের অধিনায়ক বিরাট কোহলির জন্মসাল কে।তার কথা অনুযায়ী ১৯৮৮ সালে জন্মগ্রহণকারীদের পক্ষে এবছর টা ভালো নয় , এবং এই বিষয়টাই সমস্যার মূল কারন, কারন বিরাটের জন্ম ওই সালেই।
তার দাবী বিরাটের বদলে রোহিতকে অধিনায়ক করলে সুফল পাবে ভারত।এমনটাই মনে করেন তিনি।কোহলির ভাগ্যে যখন কাপ নেই তাহলে কারা ফেবারিট এবারের কাপ জয়ের দৌড়ে ? জবাবে ইংল্যান্ড দলের কথা উল্লেখ করেন ওই ব্যক্তি।