অভাবকে নিত্যসঙ্গী করেই টানা তিনবারের লড়াই! বেনজির কীর্তি ফেরিওয়ালার ছেলে IAS অনীলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাথার উপর ছিল না ছাদ, অভাব ছিল নিত্যসঙ্গী। তবুও সব প্রতিকূলতাকে পিছনে ফেলে নজির গড়েছিলেন তিনি। IAS পরীক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জন করে প্রমাণ করে দিয়েছিলেন ইচ্ছে থাকলেই সব সম্ভব। লড়াই করেই পেরিয়েছেন একের পর এক ধাপ। কথা হচ্ছে, UPSC Civil Services Exam ক্র্যাক করা অনিল কুমার বসাককে নিয়ে।

বিহারের কিষাণগঞ্জে জন্ম অনিলের। বাবা বিনোদ বসাক পেশায় ছিলেন ফেরিওয়ালা। বাড়ি বাড়ি জামাকাপড় বিক্রি করতেন বিনোদ। সংগ্রাম ছিল তাঁদের নিত্যসঙ্গী। নিম্নবিত্ত পরিবারের সন্তান অনিল অবশ্য ছেলেবেলা থেকেই ছিলেন মেধাবি। কিষাণগঞ্জে ওরিয়েন্টাল পাবলিক স্কুলে পড়াশোনা  শুরু অনিলের।

আরোও পড়ুন : এক ধাক্কায় কমবে দু’ঘণ্টা! খুব সহজেই পৌঁছে যাবেন হাওড়া টু বাঁকুড়া, নতুন রেলপথ নিয়ে নয়া ঘোষণা

এরপর আরারিয়া পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। ক্লাস টুয়েলভ পাশ করতেই স্থির করে ফেলেন নিজের লক্ষ্য। পড়াশোনায় তুখোর হওয়ার জন্য আইআইটি দিল্লিতে পড়ার সুযোগ অর্জন করেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেন।বাড়ির আর্থিক পরিস্থিতি ভাল না হওয়ায় ইউপিএসসি কোচিং এবং অন্যান্য ক্ষেত্রেও যথেষ্ট সুযোগ সুবিধা পাননি তিনি।

img 20240219 200536

কিন্তু, হাল ছেড়ে দেওয়ার পাত্র তো অনিল নন। প্রথম বা দ্বিতীয়বার নয়, তৃতীয় বারে এসেছিল এই সাফল্য। দেশের অন্যতম কঠিন চাকরির পরীক্ষা ইউপিএসসিতে ৪৫ তম র‍্যাঙ্ক করেন অনীল বসাক। অনীল নিজেই বলেন, “দ্বিতীয় প্রচেষ্টায় আমাকে নির্বাচিত করা হয়েছিল কিন্তু আমার র‍্যাঙ্ক কিছুটা পিছনে ছিল সেই কারনেই আমি আবার পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই।  আমি আমার লক্ষ্য অর্জন করেছি।”

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X