বাংলাহান্ট ডেস্ক : ইজরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। এই হামলায় ইরান 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইজরায়েলের উপর। Arrow-2 এবং Arrow-3 সহ একাধিক উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইজরায়েলকে অনেকটাই এই ক্ষেপণাস্ত্র হামলা থেকে মোকাবিলা করতে সাহায্য করেছে। এই অবস্থায় যদি ভারতের (India) কথা বলা যায় তাহলে আমাদের দেশেরও এয়ার ডিফেন্স (Indian Air Defence) যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয়েছে।
কিছু ভারতীয় এয়ার ডিফেন্সের (Indian Air Defence) হাতিয়ার
• ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম : সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়ে লক্ষ্যে পৌঁছাতে অন্তরায় সৃষ্টি করে এটি।
• BMDS : পৃথ্বী এয়ার ডিফেন্স (PAD) সিস্টেম ও অ্যাডভান্সড এয়ার ডিফেন্স (এএডি) সিস্টেম, এই দুটি পর্যায়ে কাজ করে থাকে BMDS। ক্ষেপণাস্ত্র আটকাতে BMDS অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়ে থাকে।
• প্রকল্প কুশা : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) এই প্রকল্পের অধীনে ভারত নির্মাণ করেছে একটি লং রেঞ্জের মোবাইল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম।
আরোও পড়ুন : এবার ঝকঝকে ত্বকে তাক লাগাবেন পুরুষরাও! উৎসবের দিনে এই টিপসগুলো মানলেই হবে বাজিমাত
• S-400 Triumph : রাশিয়ায় নির্মিত এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য করছে ভারতের বিমান নিরাপত্তার বিষয়টিতে। 400 কিলোমিটার পর্যন্ত দূরত্বে বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম S-400 Triumph। ক্ষেপণাস্ত্র, বিমান, ড্রোন এবং হাইপারসনিক যান ধ্বংস করতে এর জুড়ি মেলা ভার।
• Barak 8 : ভারত ও ইজরায়েলের যৌথ উদ্যোগে তৈরি Barak 8 নৌবাহিনীর জাহাজ ও ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। বিমান হামলার বিরুদ্ধে লড়াই করতে যথেষ্ট পটু Barak 8।
এছাড়াও ভারতের এয়ার ডিফেন্সে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে Akash Missile System, Nag Missile System, BrahMos Missile, Agni Missile, একাধিক উন্নত ড্রোন এবং ইউএভি।