পশ্চিমবঙ্গের ‘চিকেন্স নেক’-এর কাছে চলল ‘ডেভিল স্ট্রাইক’, চিনের নাকের ডগায় মহড়া ১০০০ ভারতীয় বায়ুসেনার

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক বছর ধরেই ভারত (India) আর ভুটান সীমান্তে দখলদারি বাড়িয়েছে লাল সেনা। স্বাভাবিকভাবেই ভারত-চিন সীমান্তের দিকে বাড়তি নজরদারি দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। সীমান্তের ওপারে ড্রাগন সেনার চোখ রাঙানিকে উপেক্ষা করেই এবার বড়সড় মহড়া চালালো ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। মহড়ায় ইস্টার্ন কমান্ডের ১০০০ জনেরও বেশি প্যারা সৈন্য, IAF-এর GARUD-রা অংশ নিয়েছিল।

কূটনীতিকদের মতে, ভারতীয় বায়ুসেনার এই মহড়ার মাধ্যমে চিনকেও একটা বার্তা দেওয়া গেল। আসলে বিগত কয়েক বছর ধরে চিনের দাপাদাপি বেড়েই চলেছে। সীমান্তের ওপার থেকে চলছে ড্রাগনের চোখ রাঙানি। ২২ থেকে ২৭ জানুয়ারি অবধি চলেছে মহড়া। এই মহড়ার নাম দেওয়া হয় ‘ডেভিল স্ট্রাইক’।

সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার হাতে থাকা সেরা যুদ্ধবিমানগুলিকে আনা হয়েছিল এই মহড়ায়। মহড়ায় ইস্টার্ন কমান্ডের ১০০০ জনেরও বেশি প্যারা সৈন্য, IAF-এর GARUD-রা অংশ নিয়েছিলেন। সেই সাথে ব্যবহার করা হয়, রাফাল, সি-১৩০ হারকিউলিস, এএন-৩২ এবং ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী উভয়ের ব্যবহার করা দেশীয় ALH বিমান।

মহড়ায় ছিল এন ৩২, সুখোই ৩০, রাফাল, জে ৩০ সুপার হারকিউলিস, অ্যাডভান্সড ল্যান্ডিং হেলিকপ্টার। এছাড়াও মহড়ায় অংশ নিয়েছিল ভারতীয় বায়ুসেনার সবথেকে শক্তিশালী ও বিশেষ দক্ষতা সম্পন্ন বাহিনী ‘গরুড়’। লাল সেনাদের চোখের সামনেই চলল পুরোদমে মহড়া। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় মহড়া চলাকালীন প্রায় ৩৬ হাজার ফুট উঁচু থেকে বিমান থেকে ঝাঁপ দিলেন বায়ুসেনার লড়াকু বাজপাখিরা।

আরও পড়ুন : ED অফিসার সেজে বিয়ের চেষ্টা, জানাজানি হতে যুবককে CGO-র বাইরে শুঁটিয়ে লাল করে দিল তরুণীর পরিবার

army exercise devil strike in north bengal 303141493 16x9 0

মহড়াশেষে বায়ুসেনার কর্তারা জানিয়েছেন, হালফিলের সময়ে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের ব্যবহার অনেকটাই বেড়েছে। এই কারণ মহড়ায় ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের উপর জোর দেওয়া হয়েছিল। একাধিক উন্নত প্রযুক্তির জাতীয় সমরাস্ত্র ব্যবহার হয় এই মহড়ায়। অস্ত্রগুলির শক্তিও পরখ নেওয়া হয়েছে এতে।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X