তাকিয়ে দেখবে গোটা বিশ্ব! ভারতের আকাশে দাপট দেখাবে দেশ-বিদেশের ফাইটার জেট, দিন ঘোষণা “তরঙ্গ শক্তি”-র

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) প্রথম বহুপাক্ষিক বিমান মহড়া “তরঙ্গ শক্তি” (Tarang Shakti)-র তারিখ ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে যে, তরঙ্গ শক্তি সামরিক মহড়া দু’টি ধাপে পরিচালিত হবে। যার প্রথম পর্বটি আগামী ৬ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত সুলুরে সম্পন্ন হবে। পাশাপাশি, ২৯ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যোধপুরে দ্বিতীয় পর্ব সম্পন্ন হবে। উল্লেখ্য যে, সুলুর এয়ার ফোর্স স্টেশন তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে সুলুরে অবস্থিত।

“তরঙ্গ শক্তি”-র দিন ঘোষণা করল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force):

এদিকে, বিষয়টির পরিপ্রেক্ষিতে বায়ুসেনার (Indian Air Force) এক আধিকারিক জানিয়েছেন যে, বিমানবাহিনীর এলসিএ তেজস, মিরাজ ২০০০ এবং রাফালে “তরঙ্গ শক্তি” সামরিক মহড়ায় অংশ নেবে। বিশ্বের ১২ টি বিমান বাহিনীর ফাইটার ও স্ট্র্যাটেজিক লিফট বিমান “তরঙ্গ শক্তি” মহড়ায় অংশ নিতে পারবে। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ ১২ টি দেশের যুদ্ধবিমানও এই মহড়ায় অংশ নেবে বলে জানা গিয়েছে।

   

Indian Air Force declared the Day of "Tarang Shakti".

বায়ুসেনার (Indian Air Force) আধিকারিক বলেছেন, তরঙ্গ শক্তি মহড়া হবে আমেরিকার “রেড ফ্ল্যাগ ওয়ার গেম”-এর স্তরের। ন্যাটো দেশগুলি রেড ফ্ল্যাগ ওয়ার গেমে অংশগ্রহণ করে। রেড ফ্ল্যাগ ওয়ার গেমটি ২০২৩ সালের জুনে হয়েছিল এবং ভারত সেখানে রাফালে যুদ্ধবিমান নিয়ে অংশগ্রহণ করেছিল। এদিকে, ভারতীয় বায়ুসেনা প্রথমবারের মতো তরঙ্গ শক্তি মহড়ার আয়োজন করছে। এই মহড়ায় অংশগ্রহণের জন্য ৫১ টি দেশকে আমন্ত্রণ পাঠানো হয়। ১০ টি দেশের বিমান বাহিনী তাদের ফাইটার এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট নিয়ে তরঙ্গ শক্তি ২০২৪ সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: দলে থেকে রিঙ্কুকে করতে হয় এই কাজটিও! শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পরেই মিলল চমকপ্রদ তথ্য

এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার এফ-১৮, বাংলাদেশের সি-১৩০, ফ্রান্সের রাফালে, জার্মানি, স্পেন, UK-র টাইফুন ফাইটার, গ্রিসের এফ-১৬, আমেরিকার এ-১০, এফ-১৬ সহ FRA। এদিকে, ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তরফে রাফালে, সুখোই, মিরাজ, জাগুয়ার, তেজস, মিগ ২৯, প্রচন্ড এবং রুদ্র অ্যাটাক হেলিকপ্টার, ALH ধ্রুব, C-130, IL-78, AWACS অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন: প্রবল সঙ্কটে রাজ্যের আলু চাষীরা, চলছে বিক্ষোভ! ভিডিও সামনে এনে প্রতিবাদ শুভেন্দুর, জানালেন….

রাশিয়া অংশগ্রহণ করবে না: বিমান বাহিনীর (Indian Air Force) ভাইস চিফ এয়ার মার্শাল এপি সিং বলেছেন যে রাশিয়াকেও এই মহড়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা অংশ নিচ্ছে না। এদিকে, ইজরায়েলে আমন্ত্রণ পাঠানো হয়নি। তিনি জানান, প্রথম পর্বে ৭২ টি বিমান তাদের শক্তি প্রদর্শন করবে। এর মধ্যে ৩২ টি বিদেশি বিমান এবং ভারতীয় বিমান বাহিনীর ৪০ টি বিমান অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় পর্বে মোট ৭৫-৮০ টি ফাইটার সামিল হবে। সেগুলির মধ্যে ২৭ টি বিদেশি ফাইটার, ৪০ টি ভারতীয় ফাইটার, মিড এয়ার রিফিউলার, হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট অন্তর্ভুক্ত থাকবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর