বাংলাহান্ট ডেস্ক : বড়সড় অঘটন ঘটে গেল ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force)। গুজরাতে বায়ুসেনার একটি যুদ্ধবিমান ভেঙে পড়ায় মৃত্যু হল এক পাইলটের। অপর পাইলট গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার রাতে গুজরাতের জামনগর থেকে কিছু দূরে ঘটনাটি ঘটে বলে খবর। ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) তরফে বিষয়টি জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আবারও দুর্ঘটনার সম্মুখীন ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বিমান
যেমনটা জানা যাচ্ছে, দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। গুজরাতের জামনগর থেকে ১২ কিমি দূরে সুভদ্রা নগর এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার (Indian Air Force) যুদ্ধবিমানটি। ভারতীয় বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, রাতে প্রশিক্ষণ চালানোর সময় হঠাৎ করেই ভেঙে পড়ে টুইন সিটার জাগুয়ার বিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা (Indian Air Force)। এয়ারফিল্ড এবং স্থানীয় বাসিন্দাদের কোনো রকম ক্ষতি হওয়া থেকে আটকাতে বিমানে থাকা পাইলটরা নিজেদের ‘ইনজেক্ট’ করার চেষ্টা করলেও সফল হননি।
অপর পাইলট ভর্তি হাসপাতালে: দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পাইলটের। অপরজনকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেই খবর। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় জামনগরের এক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার বেশ কিছু ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে বায়ুসেনার (Indian Air Force) বিমানটি। ভেঙে পড়ার পরেই বিমানে আগুন ধরে যায় বলে খবর।
An IAF Jaguar two seater aircraft airborne from Jamnagar Airfield crashed during a night mission. The pilots faced a technical malfunction and initiated ejection, avoiding harm to airfield and local population. Unfortunately, one pilot succumbed to his injuries, while the other…
— Indian Air Force (@IAF_MCC) April 3, 2025
আরো পড়ুন : আদানি আগেই আউট! এবার বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকা থেকে বাদ পড়লেন আম্বানিও
কী জানান প্রত্যক্ষদর্শীরা: স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, প্রচণ্ড বিষ্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন তারা। তারপরেই ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়। মূলত কোনো রকম যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী জন্য এমন বিপর্যয় ঘটল তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) তরফে। মৃত পাইলটের পরিবারের প্রতিও শোকজ্ঞাপন করেছে বায়ুসেনা।
আরো পড়ুন: সারা রাত ধরে দুজনে… মিঠুন-শ্রীদেবীর গোপন কথা জানতে পেরেই চরম সিদ্ধান্ত নেন যোগিতা!
এর আগে গত ৭ ই মার্চও দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। সেবারও একটি জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে হরিয়ানার কাছে আম্বালায়। বায়ুসেনার তরফে জানানো হয়েছিল, সন্ধ্যেবেলা নিয়মমাফিক রুটিন হিসেবে আম্বালা বায়ুসেনা বেস থেকে টেক অফ করেছিল বিমানটি। হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছিল যুদ্ধবিমানটি। তবে সে যাত্রায় পাইলট সুরক্ষিত ভাবেই বেরিয়ে আসতে পেরেছিলেন বিমান থেকে।