অমিত সরকার:
ভারতীয় বায়ুসেনার মুখপাত্র অনুপম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আনুষ্ঠনিকভাবে ওই এয়ারক্রাফটগুলিকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হল। বর্তমানে আমাদের কাছে আটটি এয়ারক্রাফট আছে। আস্তে আস্তে মোট ২২টি এয়ারক্রাফটকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে। আমাদের কাছে আগেও আক্রমণের উপযুক্ত কপ্টার ছিল। কিন্তু, এই এয়ারক্রাফটগুলি আরও বেশি বিধ্বংসী এবং নির্ভুল লক্ষ্যে আঘাত করার ক্ষমতা রাখে।’
জলকামান দিয়ে স্বাগত জানানোর পর পুজো করে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করানো হল অত্যাধুনিক অ্যাপাচে কপ্টারকে। মঙ্গলবার সকালে আটটি বোয়িং এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়ার হাতে তুলে দেন বোয়িং ইন্ডিয়ার প্রেসিডেন্ট সলিল গুপ্তে। অত্যাধুনিক ওই কপ্টারগুলিকে পুজো করেন এয়ারফোর্স চিফ এবং ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল আর নাম্বিয়ার।