আমেরিকা-রাশিয়ার সাঙ্ঘাতিক সব অস্ত্র! ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে যা আছে….কাঁপবে শত্রুরা

বাংলাহান্ট ডেস্ক : আকাশপথে নিজেদের শক্তি বৃদ্ধি করতে নিজেদের আরও সমৃদ্ধ করে তুলছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। আমেরিকা ও রাশিয়ার থেকে ফিফথ জেনারেশন যুদ্ধবিমান আসতে চলেছে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হাতে। আমেরিকার এফ-৩৫ (American F-35) ও রাশিয়ার সুখোই এসইউ-৫৭-ই (Sukhoi Su-57E) যুদ্ধবিমান ভারতের আকাশপথকে করে তুলবে আরও শক্তিশালী।

খেল দেখাবে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকেই এফ-৩৫ যুদ্ধবিমান কেনার কথা প্রায় পাকা হয়ে গিয়েছে। অপরদিকে, দেশীয় ফিফ্থ জেনারেশন ফাইটার জেট ‘অ্যামকা’ বা Advanced Medium Combat Aircraft (AMCA) তৈরির কাজ সম্পন্ন হলে ভারতের দিকে চোখ রাঙাতে শতবার ভাববে যেকোনও শত্রু দেশ।

আরোও পড়ুন : পেশায় ক্লার্ক তৃণমূল নেতার বিপুল সম্পত্তি! টাকার উৎস কী? খতিয়ান তুলে ধরে আক্রমণ তরুণজ্যোতির

এই আবহেই খবর, বৃহৎ রুশ ডিফেন্স ম্যানুফ্যাকচারার Rosoboronexport ফিফ্থ জেনারেশন ফাইটার জেট সুখোই ৫৭-ই বিক্রিরও ইচ্ছা প্রকাশ করেছে দিল্লিকে। সেইসাথে আবার ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) মাল্টি রোল ফিফ্থ জেনারেশন কমব্যাট এয়ারক্রাফট  ‘অ্যামকা’ নির্মাণের কাজও চালাচ্ছে জোরকদমে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১০ বছরের মধ্যে এই ৩টি মহাশক্তিশালী যুদ্ধবিমান চলে আসবে বায়ুসেনার হাতে।

আরোও পড়ুন : ‘এতটাই নিম্নমানের যে..,’ জনস্বার্থ মামলায় রাজ্যের বিরুদ্ধে ফুঁসে উঠলেন প্রধান বিচারপতি, প্রশ্নের মুখে রাজ্য

একনজরে ভারতীয় বায়ুসেনার এই ৩ যুদ্ধবিমানের এক ঝলক:

মার্কিন যুদ্ধবিমান F-35 : তিনটি ভেরিয়েন্ট রয়েছে এই যুদ্ধবিমানের।  F-35A স্বাভাবিকভাবে ওঠানামা করে থাকে রণতরী থেকে।  স্বল্প পরিসরের রানওয়ে বা মাটি থেকে উড়তে সক্ষম  F-35B। পাশাপাশি, F-35C উড়ে যেতে পারে ভারী অস্ত্র নিয়েও। ঘণ্টায় প্রায় ২০০০ কিলোমিটার গতিবেগে উড়তে সক্ষম এই মার্কিন যুদ্ধবিমান।

Indian Airforce new fighter jet.

রুশ যুদ্ধবিমান সুখোই SU-57 : ফিফ্থ জেনারেশনের স্টেলথ মাল্টিফাইটারটি আকাশ ও স্থল দুই জায়গাতেই হামলা চালাতে পটু সুখোই SU-57। প্রতি ঘণ্টায় ২২০০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম সুখোই SU-57 শত্রুদের কাছে নিয়ে আসে অপ্রতিরোধ্য চ্যালেঞ্জ।

হ্যাল অ্যামকা (HAL AMCA) : দেশীয় প্রযুক্তিতে তৈরি হ্যাল অ্যামকা ফিফ্থ জেনারেশন ফাইটার জেট। এই বিমানের নকশা প্রস্তুত করেছে এডিএ বা Aeronautical Development Agency (ADA)। অ্যামকা মার্ক ১ একটি ফিফথ জেনারেশন ও অ্যামকা মার্ক ২ একটি সিক্সথ জেনারেশনের ফাইটার জেট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর