বাংলাহান্ট ডেস্ক : ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের কথা স্মরণে রয়েছে অনেকেরই। আবার যদি সেই রকম বড় কোনও অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয় তাহলে দ্রুত সেনাবাহিনী ও রসদ পাঠানোর ব্যবস্থা করে ফেলল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। ভবিষ্যতের কথা চিন্তা করে বায়ুসেনার পক্ষ থেকে ইতিমধ্যেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে কার্গিলের ৯৭০০ ফুট উচ্চতার বিমানঘাঁটি।
ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) নয়া সাফল্য
এবার কার্গিলের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বৃহত্তম বিমান সি-১৭ গ্লোবমাস্টার অবতরণ করিয়ে নয়া দৃষ্টান্ত স্থাপন করল বায়ুসেনা। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনা গত বুধবার সফলভাবে ৯৭০০ ফুট উচ্চতার বিমানঘাঁটিতে উড়ান ও অবতরণ ঘটিয়েছে সি-১৭ বিমানের (Aircraft C-17 Globemaster)।
কার্গিল (Kargil) সীমান্তে অবস্থিত এই দুর্গম বিমানঘাঁটিতে ‘সি-১৩০ জে সুপার হারকিউলিস’, ‘এএন-৩২’-এর মতো প্রপেলার চালিত অপেক্ষাকৃত ছোট সামরিক পরিবহণ চলাচল করত এতদিন। এবার সি-১৭ গ্লোবমাস্টারের মতো বড় বিমান অবতরণ করে অসাধ্য সাধন করল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)।
আরও পড়ুন : কিভাবে তৈরি হয়েছিল চাকরি বিক্রির ছক? ভাইরাল অডিও থেকে ফাঁস চাঞ্চল্যকর তথ্য, ঘুরে যাবে মামলার মোড়?
সাধারণত ৭০ টন ওজন পর্যন্ত পরিবহণে সক্ষম সি-১৭, কার্গিলের মতো দুর্গম উঁচু অঞ্চলেও ৩৫ টন অস্ত্র ও রসদ পৌঁছে দিতে পারবে তৎপরতার সাথে। সি-১৭ গ্লোবমাস্টার সামরিক ভাষায় পরিচিত ‘স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট’ নামে। ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় আমেরিকার সংস্থা ম্যাকডোনেল ডগলাসের তৈরি সি-১৭ গ্লোবমাস্টারটি।
VIDEO | Indian Air Force’s C-17 Globemaster lands on Kargil airstrip for first time.
(Source: Third Party)
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/zbgoZqLzi3
— Press Trust of India (@PTI_News) March 6, 2025
চিন সীমান্ত লাগোয়া দুর্গম পাহাড়ি এলাকার সেনাঘাঁটিগুলিতে অস্ত্র ও রসদ পাঠানোর কাজে ব্যবহৃত হত এই বিমান। এমনকি দ্রুত কোনও স্থানে সেনাবাহিনী পাঠাতেও ভারতীয় বায়ু সেনা ব্যবহার করে থাকে এই বিমান। পাশাপাশি, সি-১৭ ব্যবহার করে দুর্গম স্থানে পৌঁছে দেওয়া যায় ট্যাঙ্ক বা ভারী কামানের মতো অস্ত্রও।