চার দিনের মাথায় ফের মর্মান্তিক মৃত্যু, প্যারা জাম্প প্রশিক্ষণে প্রাণ গেল ভারতীয় বায়ুসেনা অফিসারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাত্র কিছুদিন আগেই যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) পাইলটের। চার দিন যেতে না যেতেই ফের মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল বায়ুসেনা। শনিবার আগ্রায় প্যারাশুট জাম্পে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় বায়ুসেনার এক প্যারা জাম্প ইনস্ট্রাকটরের। এক্স হ্যান্ডেলে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তরফে জানানো হয়েছে, ‘ডেমো ড্রপ’ এর প্রশিক্ষণ চলার সময়েই ঘটে দুর্ঘটনা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

আবারো মৃত্যু হল ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force)

শনিবার আগ্রায় প্রশিক্ষণ চলাকালীন মৃত্যু হয় ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) প্যারা জাম্প ইনস্ট্রাকটরের। জানা গিয়েছে, ‘ডেমো ড্রপ’ নামে একটি জাম্পের প্রশিক্ষণ মূলক জাম্প চলছিল সে সময়ে। এক্স হ্যান্ডেলে দুর্ঘটনার কথা জানিয়ে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তরফে লেখা হয়েছে, ‘আগ্রায় ডেমো ড্রপ চলাকালীন বায়ুসেনার আকাশ গঙ্গা স্কাই ডাইভিং টিমের সদস্যের মৃত্যু হয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে এই অপূরণীয় ক্ষতির জন্য শোক প্রকাশ করছে।’

Indian air force skydiver died again

হাসপাতালে নিয়ে গিয়েও হয়নি শেষরক্ষা: মৃত প্যারা জাম্প ইনস্ট্রাকটরের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়েছে। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) আকাশ গঙ্গা স্কাই ডাইভিং টিমের সদস্য ছিলেন তিনি। জানা গিয়েছে, ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার ব্যক্তি ছিলেন তিনি। জাম্পের সময় তাঁর প্যারাশুট খুললেও গুরুতর চোট পান তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা করা যায়নি।

আরো পড়ুন : আট বছরে ভাঙে প্রথম বিয়ে, ২৫ বছরের ছোট স্ত্রীর সঙ্গেও এবার বিবাহ বিচ্ছেদ টেলিপাড়ার নায়কের!

কিছুদিন আগেও ঘটে দুর্ঘটনা: এই নিয়ে চার দিনের ব্যবধানে মৃত্যু হল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) দুই অফিসারের। গত বুধবার রাতে গুজরাতের জামনগর থেকে ১২ কিমি দূরে সুভদ্রা নগর এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার (Indian Air Force) একটি যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, রাতে প্রশিক্ষণ চালানোর সময় হঠাৎ করেই ভেঙে পড়ে টুইন সিটার জাগুয়ার বিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে জানায় বায়ুসেনা (Indian Air Force)।

আরো পড়ুন : বাঙালি হয়েও বাংলায় থাকেননি কখনো, বহরমপুরের মেয়ে শ্রেয়ার পড়াশোনা কোন স্কুলে জানেন?

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের। অপরজনকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেই খবর। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় জামনগরের এক হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, মৃত সিদ্ধার্থের চলতি বছরের নভেম্বরে ছিল বিয়ের তারিখ। বাগদান সেরে ফেললেও আর ফেরা হল না তাঁর।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X