কড়া মুডে ভারতীয় বায়ুসেনা, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কিনছে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ জম্মুর সেনাঘাঁটিতে বোমা হামলার পর আরও বেশি সতর্ক হয়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনা (indian air force)। নিরাপত্তায় বিন্দুমাত্র ফাঁক না রাখতে, প্রতিরক্ষা পরিকাঠামো আরও মজবুত করে তুলতে বদ্ধ পরিকর ভারত। এই পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনা নিরাপত্তার দিকটাকে আরও শক্তিশালী করতে ১০টি ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’ (anti drone system) বা ড্রোন (Drone) বিধ্বংসী হাতিয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। যা শত্রুর মোকাবিলায় আরও বেশি করে সাহায্য করবে।

সম্প্রতি জম্মুর সেনাঘাঁটিতে বোমা হামলার পর সীমান্তে আরও কড়া সুরক্ষা ব্যবস্থার জন্য তৎপর ভারতীয় সেনাবাহিনী। জানা গিয়েছিল, জম্মুর সেনাঘাঁটিতে দুটি ড্রোন মারফত বোমা হামলা করা হয়েছিল। আর তারপর থেকেই তিনদিন ধরে উপত্যকায় ভারতীয় সেনাঘাঁটিগুলির আশপাশে ড্রোন উড়তে দেখা গিয়েছিল।

সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে পিজ্জা ও ওষুধ সরবরাহ করার জন্য বন্ধু দেশ চীন থেকে বেশ কয়েকটি ড্রোন কিনেছিল পাকিস্তান। আর সেই ড্রোনগুলো ব্যবহার করে ভারতে হামলা করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এসবের মধ্যে সুরক্ষা বলয়কে আরও কড়া করে তুলতে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’ কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বায়ুসেনা।

জানা গিয়েছে, ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’ কেনার জন্য বায়ুসেনার পক্ষ থেকে সোমবার ‘লেটার ফর রিকোয়েস্ট’ জারি করা হয়েছে। ১০ টি ড্রোন বিধ্বংসী সিস্টেম কেনা হবে, যা লেজার রশ্মির ব্যবহার করেই প্রতিপক্ষের ব্যবহার করা ড্রোন ধ্বংস করতে সক্ষম হবে। সেইসঙ্গে এই হাতিয়ারগুলো গাড়ির সাহায্যে সহজেই এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হবে। পাকিস্তান ও চীন সীমান্তের বায়ুসেনা ঘাঁটিগুলিতে এই হাতিয়ার মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।

X