বাংলা হান্ট ডেস্কঃ প্রতিরক্ষা মন্ত্রালয় বায়ুসেনায় ২০০ টি নতুন যুদ্ধ বিমান যুক্ত করার প্রস্তুতি শুরু করেছে। খুব শীঘ্রই বায়ুসেনার হাতে ২০০ টি নতুন যুদ্ধ বিমান তুলে দেওয়া হবে। এরজন্য হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL) এর সাথে দরপত্র প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। HAL বায়ুসেনাকে ৮৩ টি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস মার্ক ১ বানিয়ে দেবে।
প্রতিরক্ষা সচিব অজয় কুমার রবিবার জানান, ২০০ টি লড়াকু বিমান ক্রয় করার প্রক্রিয়ায় দ্রুততা আনা হয়েছে। HAL ৮৩ টি লাইট কমব্যাট এয়ারক্রাফট বানিয়ে দেবে। ভারতীয় বায়ুসেনার বিমান কম হচ্ছে দেখে সরকার প্রায় ২০০ টি বিমান কেনার প্রক্রিয়ায় দ্রুততা এনেছে। অজউ কুমার বলেন, HAL নির্মিত ৮৩ টি এলসিএ তেজস মার্ক ১এ উন্নত লড়াকু বিমান কেনা আর দরদামের প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। এছাড়াও ১১০ টি অন্য বিমানের জন্য আগ্রহের চিঠি জারি করা হয়েছে।
প্রতিরক্ষা সচিবের কাছে কতটা সময় লাগবে জানতে চাওয়া হলে উনি বলেন, নিশ্চিত রুপে এই বছরেই চুক্তিতে স্বাক্ষর করা হবে। উনি বলেন, আমরা এটা দ্রুত করতে চাইছি। এর ডিজাইনে অন্তিম রুপ দেওয়া হয়েছে। সরকারি কোম্পানি HAL এইচএএল মার্ক ওয়ান বছরে ৮ থেকে ১৬ টা নির্মাণ করতে পারবে।