আজ ৮ ই অক্টোবর, ভারতীয় বিমানবাহিনীর ৮৮ তম বার্ষিকী। এই উপলক্ষ্যে হিনন এয়ারবেসে বিমানবাহিনীর প্যারেড অনুষ্ঠিত হয়েছিল। এরপরে রাফায়েল, সুখোই, এলসিএ তেজাস, জাগুয়ারের মতো ভারতের যুদ্ধবিমানেরা আকাশে উড়ে ভারতের শক্তি দেখাল।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান আর কেএস ভাদোরিয়া বলেন, “আমি জাতিকে এই আশ্বাস দিতে চাই যে ভারতীয় বিমানবাহিনী বিকাশ করবে এবং দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় সব পরিস্থিতিতে সবসময় প্রস্তুত থাকবে।”
#WATCH Indian Air Force fighter jet carries out vertical charlie manoeuvre at Hindon Air Base in Ghaziabad, as IAF celebrates its 88th anniversary today.#AirForceDay2020 pic.twitter.com/K68On8puHb
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 8, 2020
বিমান বাহিনীর যে সব কর্মী এবছর দেশ সেবায় উল্লেখযোগ্য অবদান রেখেছে তাদেরও সম্মানিত করা হল এই দিন। বালাকোট বিমান হামলার জওয়ানদেরও সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিমানবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন।
#WATCH Rafale fighter jet carries out a minimum radius turn within an area smaller than a hockey field forming a figure of eight, on the 88th IAF day, at Hindon airbase pic.twitter.com/3GB7CMs0YX
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 8, 2020
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টার ভারতীয় বিমান বাহিনীকে ৮৮ তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছিলেন, ‘প্রতিরক্ষা সহযোগিতা হ’ল মার্কিন-ভারত সম্পর্কের মূল ভিত্তি, কারণ আমরা একটি স্বাধীন, উন্মুক্ত এবং নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে সুরক্ষিত করার জন্য একসাথে কাজ করি। নাভাঃ স্প্রিশপন দীপ্তম। ‘
Ghaziabad: Two Chinook helicopters take part in flypast to mark 88th Indian Air Force Day, at Hindon airbase pic.twitter.com/BgEJ8n7sOv
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 8, 2020
দেশের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু টুইট করেন, ভারতীয় বিমান বাহিনীর খ্যাতির মধ্য দিয়ে আকাশ উজ্জ্বল হোক। বিমানবাহিনী দিবসে আমি বিমানবাহিনী, অফিসার, সেনা, তাদের পরিবারকে অভিনন্দন জানাই।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা