বাংলাহান্ট ডেস্ক :পাঞ্জাবে (punjab) ভারতীয় বিমানবাহিনীর (Indian air force) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।আজ বেলায় নওনশাহার জেলার রুরকি কালান গ্রামের কাছে বিমানটি দুর্ঘটনায় পরে। যদিও এই ঘটনায় প্লেনের পাইলট এখন হাসপাতালে ভর্তি। এসএসপি হুশিয়ারপুর গৌরব গার্গ বলেছেন যে পাইলট কে উদ্ধার করার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে স্থানীয় হোশিয়ারপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।আর বিমানের অবস্থাও খারাপ। বিমান বাহিনীর মিগ -৯৯ বিমানটি আজ বেলায় আচমকা দুর্ঘটনায় পরে।
পাইলটকে উদ্ধার করা হয়েছে
ইতিমধ্যেই ভারতীয় বিমানবাহিনী কর্মকর্তা জানিয়েছেন যে পাইলট নিরাপদে বেরিয়ে নিয়ে আশা হয়েছে। আর পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার কাছে আজ মিগ -২৯ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক। বিমান চলাকালীন বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে সমস্যা হয় তারপরেই বিমানটি দুর্ঘটনায় পরে।
A MIG Fighter Plane crashed at Chuharpur Village District Nawanshahar today. The Pilot is safe and has been taken to nearby Samundra Village of Hoshiarpur.
— Government of Punjab (@PunjabGovtIndia) May 8, 2020
সকালে রওনা দেওয়ার পর দুর্ঘটনা ঘটে
সকাল ১০.৪৫ নাগাদ ফ্লাইটটি রুটিন ট্রেনিংএর পর রওনা দেয়। কিন্তু পাইলট বিমানটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন, কিন্তু বিমানটি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটে। আর এরপরে পাইলট কে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়।আর পাইলট এমকে পান্ডেকে চিকিৎসার জন্য হোশিয়ারপুর সিভিল হাসপাতালে পাঠানো হয়।
তদন্ত করা হচ্ছে
বিমান বাহিনী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ঠিক কি কারণে এমন ঘটলো সব খতিয়ে দেখা হবে আর প্রয়োজনে রাড়ি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে।