এয়ার চিফ মার্শাল ধানোয়া বললেন, শত্রু হামলা চালালে চালাক, মোতায়েন আছে সেনা।

 

 

বাংলা হান্ট ডেস্ক:  জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে ভারতের সাথে সম্পর্কের অবনতি হয় পাকিস্তানের।ক্রমাগত প্ররোচনামূলক মন্তব্য করতে থাকেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।এই পরিস্থিতিতে আগেই সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়ে দিয়েছেন, শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান যদি সরাসরি যুদ্ধে যেতে যায়, ভারত সব রকমভাবে প্রস্তুত। এ দিন এয়ার মার্শাল ধানোয়া  একই রকম কথা বলে উদ্বুদ্ধ করলেন দেশকে।বললেন, শত্রুর উপস্থিতি থাকুক না থাকুক কড়া নজরদারি রাখা হয়েছে সীমান্তে। এমনকি অসামরিক বিমান চলাচলের উপর নজরদারি চালানো হচ্ছে।

IMG 20190820 155133

সূত্র থেকে জানা যায় পাকিস্তানের পশ্চিম সীমান্ত থেকে সেনা সরিয়ে কাশ্মীর সীমান্তে মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে ।  সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে পাকিস্তান। পাশাপাশি, আইএসআই-এর মদতে পাক আশ্রিত জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চালানো হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, যে কোনও উপায়ে কাশ্মীরে অশান্তি তৈরি চেষ্টা চালানো হচ্ছে।

সম্পর্কিত খবর