প্যালেস্তাইনে খুন ভারতীয় রাষ্ট্রদূত? মুকুল আর্যর মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ প্যালেস্তাইনে ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যর মৃতদেহ উদ্ধার হয়েছে। দূতাবাসের মধ্যেই ওনার মরদেহ উদ্ধার হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মুকুল আর্যর মৃত্যুতে ট্যুইট করে শোকবার্তা দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্যালেস্তাইনের রমল্লায় ভারতের রাজদূত মুকুল আর্যকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কী কারণে ওনার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। এই নিয়ে রহস্যের দানা বেঁধেছে।

বিদেশ মন্ত্রী ট্যুইট করে লিখেছেন, ‘রমল্লায় ভারতের প্রতিনিধি মুকুল আর্যর মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত।” বিদেশ মন্ত্রী প্যালেস্তাইনে ভারতীয় রাজদূতের পরিবারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন। ২০০৮ ব্যাচের ভারতীয় বিদেশ সেবা আধিকারিক আর্যর মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি।

এই বিষয়ে প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রক বলেছে যে, এই বেদনাদায়ক সংবাদটি আসার সাথে সাথে রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন মন্ত্রকের পাশাপাশি সমস্ত নিরাপত্তা, পুলিশ এবং সরকারী আধিকারিকদের নির্দেশনা জারি করে বলেছেন যে ঐ স্থানে যান এবং বিষয়টির উপর নজর রাখুন।

মুকুল আর্য কাবুল, মস্কোতে ভারতীয় দূতাবাসের পাশাপাশি দিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ের সদর দফতরে কাজ করেছেন। তিনি প্যারিসে ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধি দলেও কাজ করেছেন। ২০০৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার আর্য কাবুল এবং মস্কোতে ভারতীয় দূতাবাসে কাজ করেছিলেন। আর্য নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের সদর দফতরেও থাকতেন।

mukularyaa 202203784013

ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগদানের আগে, মুকুল আর্য দিল্লি ইউনিভার্সিটি (ডিইউ) এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর