রুখতে হবে সন্ত্রাসবাদ, নয়তো… রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় দূতের

বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কড়া অবস্থান স্পষ্ট করলেন ভারতের দূত পর্বতানেনী হরিশ। ক্রমাগত সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে পাকিস্তান (Pakistan)। আর তার ফল ভোগ করতে হচ্ছে ভারতকে, মঙ্গলবার কলম্বিয়া ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে এমনটাই বক্তব্য রাখেন তিনি। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, ভারত আর এমনটা সহ্য করবে না।

সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে (Pakistan) নিশানা

কলম্বিয়া ইউনিভার্সিটির অনুষ্ঠানে পাকিস্তান (Pakistan) প্রসঙ্গে প্রশ্ন করা হলে পর্বতানেনী হরিশ স্পষ্ট বলেন, দুই দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক অনেকদিন আগেই নষ্ট হয়ে গিয়েছে। আর তার কারণ যে শুধুমাত্র সন্ত্রাসবাদ সেটাও উল্লেখ করেছেন তিনি। হরিশ বলেন, এই সমস্যার সমাধান যতদিন না হচ্ছে ততদিন পড়শি দেশের সঙ্গে সম্পর্ক ঠিক হবে না।

Indian ambassador targets Pakistan in un

সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার দাবি: হরিশের কথায়, সন্ত্রাসবাদ সমগ্র দেশের জন্যই অভিশাপ। এই সমস্যার সমাধান আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে ভারত। তাঁর মতে, একটি সন্ত্রাসবাদী হামলা হাজারটা হামলার সমান। আন্তর্জাতিক ক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাই এখন আলোচ্য বিষয়।

আরো পড়ুন : লরেন্সের ভাই গ্রেপ্তার আমেরিকায়! তবুও তার নাগাল পাবে না ভারত, কারণ জানলে চমকে উঠবেন

সন্ত্রাসবাদ রুখতে ভূমিকা নিয়েছেন মোদী: ভারতের দূত বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদ রুখতে সক্রিয় ভূমিকা নিয়েছেন। পাকিস্তান (Pakistan) সরকারের সঙ্গে আলোচনা করেও সমাধানে আসার চেষ্টা করেছেন। কিন্তু কোনোটাই ফলপ্রসূ হয়নি। তবে এবার আর সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হরিশ।

আরো পড়ুন : অব্যাহত মোদী ম্যাজিক, ডমিনিকা-নাইজেরিয়ার পর আরও দুই দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদের মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছেন নরেন্দ্র মোদী। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করেছেন তিনি। অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সেনাবাহিনীকে। পাশাপাশি পড়শি দেশের সঙ্গেও আলোচনায় বসেছেন একাধিক বার। কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেন ভারতীয় দূত।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর