ওড়িশা ট্রেন দুর্ঘটনাগ্রস্থদের পাশে দাঁড়াতে হাতে কালো আর্মব্যান্ড পড়লেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওড়িশায় ঘটে যাওয়া মারাত্মক ট্রেন দুর্ঘটনার (Odisha Train Accident) কথা এখনও ভুলতে পারেননি কেউই। গত সপ্তাহে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর শোকের ছায়া নেমে এসেছিল ভারতীয়দের মনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) খেলার জন্য ইংল্যান্ডে থাকলেও বিরাট কোহলি, রোহিত শর্মা ও ভারতীয় দলের (Team India) অন্যান্য ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুঃখপ্রকাশ করেছিলেন গোটা ঘটনাটি নিয়ে।

এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ফিরে এলো সেই স্মৃতি। ওই দুর্ঘটনায় আহত এবং নিহত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের খেলোয়াড়রাই নিজেদের বাঁ হাতে একটি কালো ব্যান্ড পড়ে মাঠে নেমেছেন।

সেই সঙ্গে ওই দুর্ঘটনায় নিহত মানুষদের স্মৃতি এবং আত্মার শান্তির উদ্দেশ্যে এক মিনিট নীরবতাও পালন করলেন দুই দলের ক্রিকেটার সহ স্টেডিয়ামে উপস্থিত সমস্ত মানুষরা। এরপর দীনেশ কার্তিক ওভাল বেল বাজিয়ে দুই দেশের জাতীয় সংগীত শুরু করার বার্তা দেন।

এর আগে আজ টস জিতে নিয়েছিলেন রোহিত শর্মা। আর প্রত্যাশিতভাবেই পরিবেশকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলার উদ্দেশ্যে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। ১৮ মাস পরে দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে। সাহসী সিদ্ধান্ত নিয়ে রবি অশ্বিনকে দলের বাইরে রেখে মাত্র এক স্পিনার হিসাবে রবীন্দ্র জাদেজাকে নিয়ে মাঠে নামছে ভারত। প্রতিবেদনটি লেখার সময় চতুর্থ ওভারে মহম্মদ সিরাজ ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দিয়েছেন উসমান খাওয়াজাকে।

ভারতের একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাওয়াজা, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ন‍্যাথান লিয়ন, স্কট বোল্যান্ড

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর