বাংলাহান্ট ডেস্কঃ করোনা যুদ্ধে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় সেনা (Indian Army)। তৈরি করল ২৫০ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক কোভিড হাসপাতাল। ধারণা করা হচ্ছে, বাড়তে থাকা এই করোনা পরিস্থিতিতে যার ফলে কিছুটা হলেও চাপ কমবে জম্মু কাশ্মীরের (jammu and kashmir) হাসপাতালগুলোতে।
এটাই প্রথমবার নয়। করোনার প্রথম ধাপ থেকেই এই যুদ্ধে সামিল হয়েছিল ভারতীয় সেনা। নানা সময় নানাভাবে প্রয়োজনীয় সরঞ্জামের যোগান দিয়ে পাশে দাঁড়িয়েছে অসুস্থ মানুষগুলোর। বর্তমানে আবার বেশকিছু সেনা আধিকারিকদের অতিরিক্ত অর্থও দেওয়া হচ্ছে করোনা আবহে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার জন্য।
J&K | Army along with govt sets up 250-bed COVID-19 centre in Budgam
“It is managed by the Directorate of Health Services, Srinagar. We’ve about 20 functional ventilators, oxygen concentrator, and other major facilities,” Dr. Mir Nazir pic.twitter.com/Y7oc4fO3zh
— ANI (@ANI) May 5, 2021
শ্রীনগরের (Srinagar) রংরেথ এলাকায় সেনা শিবিরের মধ্যেকার এই হাসপাতালে ২৫০ টি বেড রয়েছে। সেইসঙ্গে রয়েছে- ২০টি উন্নতমানের ভেন্টিলেটর, অক্সিজেন কন্সেন্ট্রেটর, আইসিইউ বেড, এইচডিইউ, এক্স রে, ল্যাবরেটরি এবং আইসিইউ ও এইচডিইউ ব্যবস্থাসম্পন্ন ৩৫ জন প্যারামেডিকেল স্টাফ। সবকিছুই স্বাস্থ্য দপ্তরের সাহায্যে করা সম্ভব হয়েছে বলেও জানা গিয়েছে।
সেনাবাহিনীর এই কাজের ফলে জম্মু কাশ্মীরের হাসপাতালগুলোতে কিছুটা হলেও রোগীর চাপ কম পড়বে বলে ধারণা করছেন হাসপাতালের ইন-চার্জ ডঃ মুদাসির আহমেদ। এই এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
“We have also proposed to open an oxygen generation plant here. I want to assure the people of Kashmir that we all are together in this fight against #COVID19," said Brigadier Sumesh Seth, Station Commander. pic.twitter.com/p3n0QnSg1j
— ANI (@ANI) May 5, 2021
এবিষয়ে সেনার ব্রিগেডিয়ার সুমেশ শেঠ জানিয়েছেন, ‘এই করোনা মহামারিতে আমরা কাশ্মীরবাসী তথা গোটা দেশবাসীর পাশে রয়েছি। আমাদের সাধ্যমত আমরা মানুষের সাহায্য করব। এই হাসপাতালে রোগীকে ভর্তি হতে কোন জটিল সমস্যার মধ্যেও পরতে হবে না। আমাদের পরিকল্পনা পরবর্তীতে এখানে একটি অক্সিজেন প্ল্যান্টও গড়ে তোলা হবে’।