বাংলা হান্ট ডেস্ক :- আসামে আলফা (স্বাধীনতা) জঙ্গি সংগঠনের বড়সড় নাশকতার ছক হয়ে গেলো৷ প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ তিনজন আলফা জঙ্গি ধরা পড়লেন, তাদের সাথে ছিল বন্দুক ও অনেক পরিমাণ কার্তুজ৷ তিনসুকিয়া জেলার তারানি রিজার্ভ ফরেস্টে অভিযান চালানোর সময়ে ধরা পড়ে এই তিন জঙ্গি৷
সম্প্রতি আসামের গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছিল,কিছুদিনের মধ্যেই নাশকতার সম্ভাবনা রয়েছে সেখানে৷ এর আগেও অবশ্য এরম নাশকতায় আসাম কেঁপে উঠেছে অনেকবার৷
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে,ধরা পড়া তিন জঙ্গি স্বীকার করেছে তারা আলফা(স্বাধীনতা) সংগঠনেরই জঙ্গি৷ প্রসঙ্গত, সম্প্রতি মায়ানমারের আলফা জঙ্গি সংগঠন থেকে একজন পালিয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং সে তাদের সংগঠনের কঠোর শাস্তির ব্যপারে বলেন যে, পালাতে গিয়ে ধরা পড়লে জঙ্গলে খুন করে সেখানেই পুঁতে দেওয়া হয়৷
এবার ধরা পড় তিন আলফা জঙ্গিকে জেরা করে বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে৷ পুলিশের এক উচ্চ আধিকারিকের মতে, ”ওদের আমরা যথাযথ ইন্টারোগেট করার চেষ্টা করছি।
আশা করছি খুব শীঘ্রই কোনো চাঞ্চল্যকর তথ্য পাবো।