বাংলাহান্ট ডেস্কঃ দেশের সুরক্ষায় নিয়োজিত ভারতীয় সৈন্যরা (indian amry) আবারও জয় করে নিল দেশবাসীর মন। ভারতীয় সেনারা যেমন একদিকে দেশের সুরক্ষায় নিয়োজিত রয়েছেন, তেমনই তাঁরা সাধারণ মানুষের পাশেও রয়েছেন। সেই প্রমাণ আরও একবার দিলেন সেনা জওয়ানরা।
জম্মু ও কাশ্মীরের (jammu and kashmir) কুপওয়ারা এলাকায় ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের ফলে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। কিন্তু সেই প্রতিকূল পরিস্থিতিকে হার মানিয়েই, এক অন্তঃসত্ত্বা মহিলাকে স্ট্রেচারে করে কাঁধে করে ৫ কিমি দূরে থাকা অ্যাম্বুলেন্সে পৌঁছে দিলেন ভারতীয় জওয়ানরা। এই দৃশ্যের ভিডিও নেটদুনিয়ায় প্রকাশিত হতেই, ধন্য ধন্য করলেন নেটিজনরা।
जम्मू-कश्मीर: कुपवाड़ा में सेना के जवानों ने स्ट्रेचर कंधे पर रखकर एक गर्भवती महिला को अस्पताल पहुंचाया। स्ट्रेचर पर महिला को रखकर और कंधे पर उठाकर उन्हें 5 किलोमीटर पैदल चलना पड़ा। भारी बर्फबारी और बारिश की वजह से वाहन नहीं चल रहे थे। pic.twitter.com/UGRiSoKboM
— ANI_HindiNews (@AHindinews) March 12, 2021
ঘটনাটি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা এলাকার। সেখানে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের ফলে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। কিন্তু সেই সময় সেখানকার এক অন্তঃসত্ত্বা মহিলাকে সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু সেই প্রতিকূল পরিস্থিতিতে ওই এলাকায় গাড়ি ঢুকতে না পারায় সমস্যায় পড়ে ওই মহিলার পরিবারের লোকজন।
এরপর নিজেদের মানবিকতার খাতিরে দেশবাসীর রক্ষার শপথ নিয়ে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন সৈনিক এগিয়ে আসেন। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার সেনা কর্মীরা ওই মহিলাকে স্ট্রেচারে করে কাঁধে করে ৫ কিমি রাস্তা পাড়ি দেয় তাঁরা। তারপর সযত্নে সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িতে তুলে দেন ওই মহিলাকে।
#WATCH: Army personnel help a pregnant woman reach hospital by carrying her on a cot amid snow-covered roads in Kupwara district of Jammu & Kashmir
(Source: Indian Army) pic.twitter.com/s74SINn2xO
— ANI (@ANI) March 12, 2021
স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই ব্যাপকহারে ভাইরাল হয়ে যায়। এই ভাইরাল ভিডিও (viral video) দেখে সেনা জওয়ানদের এই কর্মকান্ডকে সম্মান জানিয়ে কুর্নিশ জানায় নেটনাগরিকরা।