স্বাধীনতার ৭০ বছর পরেও ভারতীয় সেনাকে (indian army) পোশাকের জন্য নির্ভর করে থাকতে হতো অন্যান্য দেশের ওপর। এবার সেই নির্ভরশীলতার বাধা কাটিয়ে নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’-এ তৈরি হতে চলেছে সেনার পোশাক৷ স্বাধীনতার পর এই প্রথম স্বদেশে তৈরি পোশাক পড়বে সেনা।
দেশের পুলিশ ও সেনাবাহিনীর পোশাকের কাপড় চিন, তাইওয়ান, কোরিয়া থেকে আসত এতদিন। তবে এবার সেই পোশাকের কাপড় তৈরি হবে সুরাটে। গুজরাটের সুরাটের একটি টেক্সটাইল মিলকে দশ লাখ মিটার এই বিশেষ ধরনের কাপড় তৈরির অর্ডার দিয়েছে ভারতীয় সেনা।
বিশেষ এই কাপড় পুরোটাই তৈরি হবে DRDO এর তত্ত্বাবধানে। দীপাবলির আগেই স্যাম্পল টেস্টে পাশ করেছে সংস্থাটি৷ মাসদুয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে উৎপাদন। প্রসঙ্গত জানিয়ে রাখি, অন্যান্য কাপড়ের তুলনায় সেনার পোশাকে ব্যাবহার হওয়া কাপড় অনেকটাই আলাদা। এই বিশেষ কাপড় (ডিফেন্স ফেব্রিক) হাত দিয়ে টেনে ছেঁড়া সম্ভব নয়।
জানা যাচ্ছে, এই ডিফেন্স ফেব্রিক তৈরির কাজ সুসম্পন্ন হলেই সেনার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট, ব্যাগ সহ একাধিক জিনিস তৈরি করা হবে।