ভারতীয় সেনায় বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি! এইভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় খবর সামনে এসেছে। মূলত, চাকরিপ্রার্থীদের অনেকেই ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকেন। তাঁদের জন্যই এবার এল বড় সুযোগ। কারণ, ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর তরফে কর্মী নিয়োগের (Recruitment) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, এই সংক্রান্ত আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

শূন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, মোট ৬৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি, এরমধ্যে ৬৫ টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

শূন্যপদের বিবরণ: মূলত, আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিসের মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বয়সসীমা: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের এমবিবিএস ও পিজি ডিপ্লোমাপ্রাপ্ত হতে হবে। এমতাবস্থায়, এমবিবিএস ও পিজি ডিপ্লোমাপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা হল ৩০ বছর। পিজি ডিগ্রিপ্রাপ্তদের ক্ষেত্রে এই সীমা রয়েছে ৩৫ বছর পর্যন্ত।

বেতনের পরিমাণ: এই পদে যাঁদেরকে নিয়োগ করা হবে তাঁদের মাসিক বেতন হবে আনুমানিক ৮৫ হাজার টাকা।

আরও পড়ুন: একদম সস্তায় সফর হবে RapidX-এ! সামনে এল ভাড়ার তালিকা, কবে থেকে শুরু এই ট্রেন?

আবেদন পদ্ধতি: আগ্রহী আবেদনকারীরা amcsscentry.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে কেন দ্রুত কমে যায় ফোনের ব্যাটারি? ৯০ শতাংশ ব্যক্তি জানেন না আসল কারণ

আবেদন ফি: জানিয়ে রাখি যে, এই শূন্যপদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদনকারীরা এই ফি নেট ব্যাঙ্কিং সহ ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে জমা দিতে পারবেন।

 Indian Army has issued a notification for the recruitment of large number of vacancies

নিয়োগ পদ্ধতি: এক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। পরবর্তীকালে বাছাই করা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হবে।

গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ৫ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর