বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই জানা গিয়েছিল, ভারতের উপরে গুপ্তচরবৃত্তি করার জন্য সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এবার পালটা চাল দিল ভারত। নতুন এক ধরণের ড্রোন তৈরি করল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। সেনার এই ড্রোনে রয়েছে একাধিক বিশেষত্ব। নিঃশব্দে কোনো ব়্যাডারে ধরা না পড়েই শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই ড্রোন।
ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) নয়া অস্ত্র সুইসাইড ড্রোন
ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) এই ড্রোনের নাম খারগা কামিকাজি। এ ছাড়াও এর আরও একটি নাম রয়েছে, ‘সুইসাইড’ ড্রোন। জানা যায়, প্রথম বার এই ড্রোন ব্যবহৃত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জাপান ব্যবহার করেছিল এই ড্রোন। সাম্প্রতিক কালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধেও এই ড্রোনের ব্যবহার হয়েছে বলে জানা গিয়েছে সেনার তরফে।
কী কী বিশেষত্ব রয়েছে: তবে ওই ড্রোনগুলির তুলনায় ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তৈরি ড্রোনটি অনেকটাই আলাদা। এই ড্রোনের বিশেষত্ব একে আলাদা করেছে। রিপোর্ট অনুযায়ী, ড্রোনটির ওজন খুবই কম। তবে জিপিএস, ক্যামেরা সহ প্রায় ৭০০ গ্রাম বিষ্ফোরক বহন করার ক্ষমতা রয়েছে এর। ড্রোনটির গতি ৪০ মিটার প্রতি সেকেন্ড আর এক থেকে দেড় কিমি রেঞ্জের মধ্যে লক্ষ্যবস্তুকে খতম করতে পারে।
আরো পড়ুন : জুটবেনা পেটের ভাতও! ভারতের দিকে চোখ রাঙিয়ে এবার পস্তাচ্ছে বাংলাদেশ, কালঘাম ছুটছে সরকারের
সুইসাইড ড্রোন নাম কেন: সেনার (Indian Army) তরফে জানা গিয়েছে, এই ড্রোন কোনো ব়্যাডারে ধরা পড়বে না। পাশাপাশি শত্রুপক্ষের বেসে গিয়ে তা উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ড্রোন। তাই এর আরেক নাম রাখা হয়েছে সুইসাইড ড্রোন। এক এক একটি ড্রোন তৈরি করতে ৩০ হাজার টাকা খরচ হয়েছে বলে খবর।
আরো পড়ুন : শরীরী টানে বারবার দীপিকার কাছেই ফেরা! রণবীরকে নিয়ে খোলাখুলি বিষ্ফোরক অভিনেত্রী
প্রসঙ্গত, কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, পঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্তে ‘ড্রোনাম’ ব্যবহার করে বিএসএফ ৫৫ শতাংশ ড্রোন ধ্বংস করেছে। দেশি পদ্ধতিতে তৈরি এই ড্রোন তৈরি করেছে ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ। প্রায় ১ হাজার কিমি উচ্চতায় এই ড্রোন উড়তে পারে বলে খবর।