মাহিন্দ্রার এই দুর্ধর্ষ গাড়িটি কিনতে চলেছে ভারতীয় সেনা! দেওয়া হল অর্ডার, এটির ফিচার্স জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতীয় সেনা (Indian Army) Mahindra Scorpio Classic-এর জন্য একটি বড় অর্ডার দিয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনী সংশ্লিষ্ট কোম্পানিকে ওই নির্দিষ্ট মডেলের 1,850 টি ইউনিটের অর্ডার দিয়েছে।

জানিয়ে রাখি যে, এর আগেও ওই সংস্থাটি ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে Scorpio Classic-এর 1,470 টি গাড়ির অর্ডার পেয়েছিল। ইতিমধ্যেই মাহিন্দ্রার এই SUV-টি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এদিকে, অর্ডার করা SUV-গুলি ভারতীয় সেনাবাহিনীর 12 টি রেজিমেন্টকে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, Scorpio Classic হল Scorpio-র একটি আপগ্রেড মডেল। এদিকে, ইতিমধ্যেই ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উয়িং এই বিপুলসংখ্যক গাড়ির অর্ডারের বিষয়টি জানিয়েছে। মূলত, মাহিন্দ্রার এই SUV ছাড়াও ভারতীয় সেনাবাহিনীর কাছে Tata Safari, Tata Xenon, Force Gurkha এবং Maruti Suzuki Gipsy সহ আরও একাধিক কোম্পানির SUV রয়েছে।

এদিকে, আমরা যদি Mahindra Scorpio Classic-এর ফিচার্সের দিকে তাকাই সেক্ষেত্রে, এটি বর্তমানে একটি 2.2-লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয়। যা 130 হর্সপাওয়ার এবং 300Nm টর্ক উৎপন্ন করে। এছাড়াও, এতে একটি 6-স্পিড গিয়ারবক্স রয়েছে। এই SUV-টিতে একটি 4×4 ড্রাইভট্রেন এবং একটি স্বয়ংক্রিয় গিয়ারবক্স অনুপস্থিত রয়েছে।

তবে, কোম্পানি নতুন Scorpio মডেলে বেশ কিছু আপগ্রেড করেছে। এতে দেওয়া নতুন ইঞ্জিনের ওজন পুরোনো মডেলের থেকে 55 কেজি কম। কোম্পানির মতে, এই গাড়িটি 1000rpm-এ 230Nm টর্ক উৎপন্ন করে। এছাড়াও, ট্রান্সমিশনের জন্য কেবল শিফ্টও ব্যবহার করা হয়েছে।

Indian army is going to buy this powerful car from Mahindra

এই প্রসঙ্গে জানিয়ে রাখি Mahindra Scorpio Classic-এর দাম Scorpio-N-এর থেকে কম। ভারতীয় বাজারে ক্লাসিকের দাম 11.99 লক্ষ টাকা থেকে শুরু হয় (এক্স-শোরুম), যা Scorpio-N-এর থেকে 50,000 টাকা কম। এই SUV-টিতে একটি 9-ইঞ্চির টাচস্ক্রিন এন্টারটেনমেন্ট সিস্টেম ছাড়াও, ভিতরে ডুয়াল-টোন ব্ল্যাক এবং ব্যাজ ডেকোর উপলব্ধ রয়েছে। পাশাপাশি, এটিতে হাইট-অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, মাল্টি-ফাংশন অডিও কন্ট্রোলস সহ স্টিয়ারিং হুইলও রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর