অপারেশন নমস্তে শুরু করছে ভারতীয় সেনা, বিশেষ পদ্ধতিতে করোনার বিরুদ্ধে শুরু হবে লড়াই

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬০  এবং প্রাণ হারিয়েছেন ২১ জন। ভারতে যাতে তৃতীয় পর্যায়ে এই রোগ বিস্তার লাভ করতে না পারে, তাঁর জন্য সমগ্র ভারত জুড়ে জারী করা হয়েছে লকডাউন ব্যবস্থা। এই পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনীও যুক্ত হয়েছে এই ভাইরাসের মোকাবিলা করার জন্য। ভারতীয় সেনা শুরু করতে চলেছে ‘অপারেশন নমস্তে’।

unnamed Copy

এ প্রসঙ্গে সেনা প্রধান মনোজ মুকুন্দ নরভণি বলেন, ‘আমরা সুস্থ থাকলে আমাদের দেশের মানুষকে সুস্থ রাখতে পারব। তাই এই লকডাউনের পরিস্থিতিতে আমরা একটি টিম গঠন করেছি সাধারণ মানুষের সেবা করার জন্য। যারা সীমান্তবর্তী এলাকায় উপস্থিত নেই, বা জরুরিকালিন পরিষেবার সঙ্গে যুক্ত নয়, তাঁরা অবশ্যই লকডাউন অবস্থা মেনে চলুন। আমরা জানি যে এই লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। কিন্তু এটা কোন নতুন সমস্যা নয়। এর আগেও ২০০১ এবং ২০০২ সালে সেনাবাহিনীতে সেভাবে কোন ছুটি ছিল না। তখনও আমরা হেরে যাইনি, আর এখন নমস্তেতেও আমরা বিজয়ী হব। সেনারা নিশ্চিত হয়ে তোমাদের কর্তব্য করে যাও। আপনাদের পরিবারের খেয়াল আমরা রাখব। একইভাবে সেনাদের পরিবারের লোকদের বলব, আপনারা একদম চিন্তিত হবেনা। আপনাদের ঘরের ছেলেরা সুরক্ষিত আছে’।

corona 8

তিনি আরও বলেন, ‘যদি কোন ব্যক্তির কোন সমস্যা হয় তাহলে, তাঁরা কাছাকাছি সেনাশিবিরে গিয়ে সাহায্য নিতে পারেন। এছাড়াও যেকোনো হেল্পলাইন নম্বরে সত্ত্বর যোগাযগ করবেন।আমরা অবশ্যই তাঁদের সাহায্য করব’।

করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারতীয় সেনারা ৮ কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করেছে। সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরমণি জানান, ‘সেনারা আগেও বহু যুদ্ধে জয়লাভ করেছে। এবং এবার এই করোনা যুদ্ধেও ভারতীয় সেনারা সম্পূর্ণ জয়লাভ করবেই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর